ঢাকাThursday , 8 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মেসির বাড়ি গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা

Sahab Uddin
August 8, 2024 6:36 pm
Link Copied!

স্পেনের ইভিজা দ্বীপে অবকাশ যাপনের জন্য মনোরম ও সৌন্দর্যময় একটি বাড়ি নির্মাণ করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার সেই দৃষ্টিনন্দন বাড়িটি ভেঙে দিয়েছে এক দল বিক্ষোভকারী। জলবায়ু পরিবর্তন রোধে এমনটি করেছেন বলে জানিয়েছেন তারা। নিজেদের ক্লাইমেট চেঞ্জ এক্টিভিস্ট বলে দাবি করেছেন সেসব বিক্ষোভকারীরা।

বাড়িটি ভাঙচুরের পর সেখানে ব্যানার নিয়ে ছবি তুলেছেন বিক্ষোভকারীরা। ব্যানারে ইংরেজি ভাষায় একটি স্লোগান লেখা ছিল। যার বাংলা অর্থ হলো- গ্রহকে (পৃথিবী) সাহায্য করুন। ধনীদের বিতাড়িত করে দাও। পুলিশকে বিলুপ্ত করো।

বিক্ষোভকারীদের এমন কাজে মেসির পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। তিনি স্পেনের সরকারকে মেসির পরিবার ও স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এসব বিক্ষোভকারীদের তিনি সমাজতান্ত্রিক (কমিউনিস্ট) ঘরানার লোক বলে দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মিলেই লিখেছেন, ‘স্পেনের কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনী ব্যক্তিদের হত্যা এবং পুলিশকে বাতিল করতে চায়। তারা লিওনেল মেসি এবং তার পরিবারের একটি বাড়ি ভাঙচুর করেছে।’

‘আমি এই কাপুরুষোচিত এবং বিভ্রান্তিকর ঘটনার জন্য মেসি পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং আমি পেদ্রো সানচেজের সরকারকে স্পেনে বসবাসকারী আর্জেন্টিনার নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে বলেছি। কমিউনিজম হলো একটি আদর্শ যা সফলদের প্রতি হিংসা, ঘৃণা এবং বিরক্তি দ্বারা উদ্বুদ্ধ হয়। স্বাধীন ও সভ্য বিশ্বে এর কোনো স্থান নেই।’

ভূমধ্যসাগরে অবস্থিত নান্দনিক সৌন্দর্যের লীলাভূসি ইভিজাতে ১ কোটি ২০ লাখ ডলার খরচ করে এই বাড়িটি নির্মাণ করেছিলেন মেসি। লাল ও কালো রংয়ের দেয়াল দিয়ে বাড়িটি আচ্ছাদিত করেছিলেন বর্তমান বিশ্বসেরা এই ফুটবলার।

২০২২ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে বাড়িটিতে থাকেন না মেসি। তবে অবকাশ যাপনের জন্য মাঝে মাঝে সেখানে যেতেন তিনি।

বিক্ষোভকারীদের দাবি, বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করেছেন মেসি। আর ধনীদের এসব কারণে দিনদিন জলবায়ু পরিবর্তন হচ্ছে। স্পেন সরকার যেন জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর উদ্যোগ নেয়, সেজন্য এমনটি করেছেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।