প্যারিস সেইন্ট জার্মেইয়ে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। পিএসজির সঙ্গে চলছে সম্পর্কের টানাপোড়েন। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে সৌদি আরবের প্রো লিগের দল আল হিলাল। মেসিকে দলে পেতে বিশাল অঙকের প্রস্তাব দিয়েছে তারা। তাই হয়তো ফরাসি গণমাধ্যমগুলোর দাবি, আগামী মৌসুমে আর প্যারিসে দেখা যাবে না আর্জেন্টাইন সুপারস্টারকে।
দুঃসময়ে খেলার মাঠে মেসি শুনছেন পিএসজি সমর্থকদের দুয়ো ধ্বনি। উত্তপ্ত পরিবেশের ফায়দা নেওয়ার চেষ্টায় নিমজ্জিত আল হিলাল। মেসির জন্য বার্ষিক ৪০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে আরবের এই দলটি।
গত জানুয়ারিতে মেসি-আল হিলালের গাঁটছড়া বাঁধার সম্ভাবনার কথা জানিয়েছিল ইতালিয়ান গণমাধ্যম। একই সময় স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো খবর দেয়, মেসির জন্য ৩০০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতন প্রস্তাব করেছে আল হিলাল। দ্বিতীয় দফায় আর্জেন্টাইন সুপারস্টারকে পাওয়ার চেষ্টায় বেতন ১০০ মিলিয়ন ইউরো বাড়িয়ে দিলো সৌদি আরবের ক্লাবটি। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইটারে লিখেছেন, ‘লিওনেল মেসির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে আল হিলাল এফসি। পারিশ্রমিক বছরে ৪০০ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা) ইউরোর বেশি।’
আল হিলালের বড় অঙ্কের প্রস্তাবের পরও পারিপার্শ্বিকতা বিবেচনায় মেসির ভবিষ্যত কী হতে পারে, সেই ইঙ্গিতও দিয়েছেন রোমানো। তিনি লিখেছেন, ‘প্রথমত, মেসির কাছে ফার্স্ট প্রায়োরিটি ইউরোপে থেকে যায়।
দ্বিতীয়ত, বার্সেলোনা (মেসিকে দলে নিতে) কথা শুরু করতে এফএফপির (আর্থিক সংগতি নীতি) অপেক্ষায় আছে। তৃতীয়ত, পিএসজির নতুন চুক্তির প্রস্তাব এখনও গ্রহণ করেননি মেসি। কিছু বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন আর্জেন্টাইন তারকা।’ অর্থাৎ, পিএসজি শর্ত মানলে হয়তো প্যারিসেই থিতু হবেন মেসি।
আল হিলালের প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সৌদির গণমাধ্যমও। ‘সৌদি গেজেট’ ও ‘ওকাজ’ জানিয়েছে, মেসিকে আনুষ্ঠানিকভাবেই এই প্রস্তাব পাঠিয়েছে আল হিলাল এফসি। সূত্র জানিয়েছে, আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো মেসি যা যা সুবিধা চান, তার সবকিছু পূরণের প্রতিশ্রুতি রয়েছে এই প্রস্তাবে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, আল হিলালের বিরাট অঙ্কের এই প্রস্তাব মেসি ও তার প্রতিনিধি দলের কাছে পাঠানো হয়েছে।
বছরের শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ভেড়ায় সৌদি প্রো লীগের ক্লাব আল নাসর। এরপর মেসির সৌদি যাত্রার গুঞ্জন ছড়ালে মুন্দো দেপোর্তিভো জানিয়েছিল, রোনালদোকে ভেড়ানোর পর সৌদি আরবের নজর এবার মেসির ওপর। বিশ্ব ফুটবলে সৌদির নাম উঁচিয়ে ধরতেই এই প্রচেষ্টা। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে রোনালদো-মেসিদের মতো তারকাদের ব্যবহার করতে চায় সৌদি আরব।
আল নাসর এফসিতে বার্ষিক ২০ কোটি ১৮ লাখ ইউরোর কিছু বেশি বেতন পান ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি আল হিলালে যোগ দিলে পর্তুগিজ সুপারস্টারের চেয়ে দ্বিগুণের কাছাকাছি বেতন পাবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।