ঢাকাThursday , 15 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মেজাজ হারানোর বড় শাস্তি সাদউদ্দিনের

BDKL DESK
May 15, 2025 8:56 pm
Link Copied!

মেজাজ হারিয়ে ম্যাচ কমিশনারকে ধাক্কা দেওয়ায় বড় খেসারত দিতে হচ্ছে বসুন্ধরা কিংসের লেফটব্যাক সাদউদ্দিনকে। বাফুফের শৃঙ্খলা কমিটি বুধবার রাতের সভায় তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে। এর মধ্যেই এক ম্যাচে শাস্তি ভোগ করেছেন জাতীয় দলের এই ফুটবলার। এ নিষেধাজ্ঞার ফলে আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটি খেলার সুযোগ পাবেন না সাদ। শৃঙ্খলা কমিটি শাস্তি দিয়েছে তার ক্লাবের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনাকেও। ছয় ম্যাচ দর্শকশূন্য অবস্থায় আয়োজন করতে হবে তাদের। তবে এটা স্থগিত শাস্তি। ভবিষ্যতে হাঙ্গামার ঘটনা ঘটলে স্বয়ংক্রিয়ভাবে এই শাস্তি নেমে আসবে বসুন্ধরা কিংস অ্যারেনার ওপর।

বেশ কিছু অঘটনের ইস্যু নিয়ে বুধবার সভায় বসেছিল শৃঙ্খলা কমিটি। যদিও আগের মতো এবারও বাফুফে এ কমিটির সিদ্ধান্ত জানাতে গড়িমসি করেছে। বৃহস্পতিবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাফুফে লিখিত সিদ্ধান্ত প্রকাশ করেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির এক সদস্যও। নাম প্রকাশ না করার শর্তে তিনি অবশ্য সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানিয়েছেন। সাদউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ছিল আবাহনীর বিপক্ষে লিগ ম্যাচ শেষ হওয়ার পরপরই দায়িত্বরত ম্যাচ কমিশনারের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়া এবং এক পর্যায়ে মেজাজ হারিয়ে তার ওপর চড়াও হওয়ার। সেই ম্যাচের শেষ মুহূর্তে আবাহনীর এক ফুটবলারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লালকার্ড দেখেছিলেন সাদউদ্দিন। তার জন্য আগেই তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। শৃঙ্খলা কমিটি আগের সভায় সিদ্ধান্ত দিয়েছিল তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার। তার ব্যাপারে নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত খেলা থেকে বিরত রাখার কথা বলা হয়েছিল। সাদ তার ব্যাখ্যায় নিজের অপরাধ স্বীকার করে নেন এবং বলেন মেজাজ হারিয়ে তিনি এই কাজ করে ফেলেছেন। তাই এ ধরণের ঘটনায় আইন অনুযায়ী সর্বনিম্ন যে শাস্তি হওয়ার কথা, সেটা হয়েছে। তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ফলে বসুন্ধরার হয়ে চলতি লিগের আর কোন ম্যাচ খেলতে পারবেন না তিনি। একই সঙ্গে আগামী লিগেও প্রথম ম্যাচ মিস করবেন সাদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।