জমকালো আয়োজনে পর্দা উঠেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। এই ম্যাচে চেন্নাইয়ের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।
মূলত মুস্তাফিজের কপাল খুলেছে শ্রীলঙ্কার পেসার মাতিশা পাথিরানার চোটে। গত ৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টিতে খেলার সময় চোটে পড়েন মাথিশা পাথিরানা। নিজের কোটা পূরণ না করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই চোটের ফলে আইপিএলের শুরুর অংশে খেলা হচ্ছে না তার। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ফিজিওর সাথে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন পাথিরানা। সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ লেগে যাবে। যে কারণে আইপিএলের শুরুর দিকে পাথিরানাকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস।
তাছাড়া চেন্নাইয়ের উইকেট কিছুটা ধীরগতির হওয়ায় সেখানে মুস্তাফিজের স্লোয়ার-কাটার কার্যকরী হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। পাথিরানা শুরুর দিকে না থাকায় একাদশে মুস্তাফিজকেই যোগ্য মনে করেছে চেন্নাই সুপার কিংস। বেশ বড় দায়িত্বই নিতে হবে মুস্তাফিজকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।