ঢাকাFriday , 23 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মুশফিক-লিটনের ব্যাটে রাওয়ালপিন্ডিতে উড়ছে বাংলাদেশ

BDKL DESK
August 23, 2024 10:43 pm
Link Copied!

দলীয় ২৭ রান নিয়ে আজ তৃতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দিনের শুরুতেই মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত এক ক্যাচে আউট হন ওপেনার জাকির হাসান। এরপর অবশ্য ভিন্ন চিত্র টাইগাররা। ফিফটি করেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন সাদমান। তৃতীয় দিনের শেষ সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। ৫ উইকেটে বাংলাদেশের রান ৩১৬। এখনো ১৩২ রানে পিছিয়ে আছে টাইগাররা।

আগের দিনের সাদমান ১২ ও জাকির ১১ রানে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান জাকির। দলীয় ৩১ রানে ৫৮ বলে ১২ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। তবে সুবিধা করতে পারেননি শান্ত। দলীয় ৫৩ রানে ৪২ বলে ১৬ রান করে আউট হন এই টাইগার অধিনায়ক।

এরপর ক্রিজে আসা মুমিনুক হককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। দেখেশুনে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাদমান। এরপর ফিফটি তুলে নেন মুমিনুল। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ১৪৭ রানে ৭৬ বলে ৫০ রান করে আউট হন মুমিনুল।

তার বিদায়ের পর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে দলীয় ১৯৯ রানে ১৮৩ বলে ৯৩ রান করে আউট হন সাদমান। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। দলীয় ২১৮ রানে ১৬ বলে ১৫ রান করে আউট হন তিনি। সাকিবের বিদায়ের পর লিটন দাসকে সঙ্গে নিয়ে হাল ধরেন মুশফিক।

সাবধানে খেলতে থাকেন এই দুই ব্যাটার। ১০৪ বলে ফিফটি তুলে নেন মুশফিক। অন্যদিকে সময়ের সঙ্গে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন। ৫২ বলে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত ৯২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মুশফিক ১২২ বলে ৫৫ ও লিটন ৫৮ বলে ৫২ রানে অপরাজিত আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।