ঢাকাWednesday , 6 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মুশফিক ছাড়াও যারা হাত দিয়ে বল ধরে আউট হয়েছেন

Sahab Uddin
December 6, 2023 4:11 pm
Link Copied!

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ হয়েছিলেন শ্রীলঙ্কার এঞ্জেলো ম্যাথিউস। ক্রিজে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাট করার জন্য তৈরি হতে না পারায় সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দিয়েছিলেন আম্পায়ার। এবার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম নিজেও হয়েছেন বিরল আউট। ব্যাটিংয়ের সময় হাত দিয়ে বল ধরায় ‘হ্যান্ডেলড দ্য বল’ হয়েছেন তিনি।
হাত দিয়ে বল ধরে আউট হয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে আগেও ১০বার এমন দৃশ্য দেখেছে বিশ্ব। ছবি: ক্রিকইনফো
হাত দিয়ে বল ধরে আউট হয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে আগেও ১০বার এমন দৃশ্য দেখেছে বিশ্ব। ছবি: ক্রিকইনফো

বুধবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে ৪০.৪ ওভারে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হন মুশফিকুর রহিম।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকই প্রথম এভাবে আউট হয়েছেন এমনটি নয়। সবমিলিয়ে ক্রিকেট বিশ্বে ১১তম এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮ম বার এই আউট দেখা গেল।

টেস্ট ক্রিকেটে প্রথম ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের ঘটনা ঘটেছিল প্রায় ৭২ বছর আগে। ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার লেন হাটন। আর মুশফিকের আগে সবশেষ ঘটনাটি ঘটে ২০১৫ সালে জিম্বাবুয়ে বনাম আফগানিস্তানের মধ্যকার একটি ওয়ানডে ম্যাচে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের চামু চিবাবা ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আউট হওয়ার তালিকায় আছেন স্টিভ ওয়াহ, ডেসমন্ড হাইন্স, গ্রাহাম গুচ, মাইকেল ভন, মহিন্দর অমরনাথের মতো নাম।

আন্তর্জাতিক ক্রিকেটে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হওয়া খেলোয়াড়দের তালিকা-

ক্রম নাম পক্ষ প্রতিপক্ষ সাল ফরম্যাট
১ রাসেল এনডেন দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ১৯৫৭ টেস্ট
২ অ্যান্ড্রু হিলডিচ অস্ট্রেলিয়া পাকিস্তান ১৯৭৯ টেস্ট
৩ মহসিন খান পাকিস্তান অস্ট্রেলিয়া ১৯৮২ টেস্ট
৪ ডেসমন্ড হাইন্স ওয়েস্ট ইন্ডিজ ভারত ১৯৮৩ টেস্ট
৫ মহিন্দর অমরনাথ ভারত অস্ট্রেলিয়া ১৯৮৬ ওডিআই
৬ গ্রাহাম গুচ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ১৯৯৩ টেস্ট
৭ ড্যারেল কালিনান দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৯ ওডিআই
৮ স্টিভ ওয়াহ অষ্ট্রেলিয়া ভারত ২০০১ টেস্ট
৯ মাইকেল ভন ইংল্যান্ড ভারত ২০০১ টেস্ট
১০ চামু চিবাবা জিম্বাবুয়ে আফগানিস্তান ২০১৫ ওডিআই
১১ মুশফিকুর রহিম বাংলাদেশ নিউজিল্যান্ড ২০২৩ টেস্ট

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।