শান্তর সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে হাতে ৭ উইকেট রেখে সিলেট টেস্টে বাংলাদেশ এগিয়ে ২০৫ রানে। চতুর্থ দিনে লিড আরও বাড়ানোর লক্ষ্যে নামবে বাংলাদেশ।
চতুর্থ দিন বাংলাদেশে পরিকল্পনা কি হবে, জানতে চাওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে আসা মুমিনুলের কাছে। বল হাতে কিউইদের ৩ উইকেট শিকার করা ও ব্যাট হাতে ৪০ রান করা মুমিনুল জানালেন, ‘স্বাভাবিক ক্রিকেট খেললেই ভালো। যত পারা যায় ওদের দিক থেকে খেলা নিয়ে আসতে হবে। টেস্ট ক্রিকেটটাই এমন। ধৈর্য ধরে বল করতে হবে। স্বাভাবিক ব্যাটিং করতে হবে। ’
প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিলে নিরাপদ থাকা সম্ভব এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘এটা বলাটা খুব কঠিন। আমার কাছে এখনও মনে হচ্ছে উইকেট ভালো। কত রান নিরাপদ এটা বলা অনেক কঠিন। ৪০০-ও হতে পারে, ৩৫০-ও হতে পারে। কালকের ওপর নির্ভর করে। কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চারশ হলে ঠিক আছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।