কলকাতা যাওয়ার পর থেকে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন বাংলাদেশ ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তার। এরইমধ্যে একটি প্রীতি ম্যাচও খেলেছেন তিনি। তবে ইস্টবেঙ্গলের জার্সিতে লিগ ম্যাচে নামতে মুখিয়ে আছেন তিনি।
ওয়াসিম ইকবাল, শেখ মোহাম্মদ আসলাম, মোনেম মুন্না, গোলাম গাউস, রিজভী করীম রুমী, রাকিব, মিজানদের খেলা ইস্টবেঙ্গলে অনেক দিন পর পা পড়েছে বাংলাদেশের এক ফুটবলারের। ইস্ট বেঙ্গলে খেলা অগ্রজদের থেকেই অনুপ্রেরনা নিচ্ছেন সেই ফুটবলার সানজিদা।
ইস্ট বেঙ্গলে যারা সাফল্য পেয়েছেন সেই বিদেশি খেলোয়াড়দের একটি তালিকা ক্লাবে টানানে আছে। সেখানে বাংলাদেশের তিন তারকার ছবি রয়েছে। সানজিদা সেই ছবি দেখে অনুপ্রাণিত। তা দেখিয়ে নিজে ছবিও তুলেছেন।
নিজের ফেসবুক পোস্টে ছবিটি তুলে ধরে লিখেছেন, ‘শেখ মোহাম্মদ আসলাম, প্রয়াত মুনেম মুন্না, গোলাম মোহাম্মদ গাউস, রিজভী করিম রুমী। বাংলাদেশ ফুটবলের আর্কাইভে কী ভারি নাম! শত বছরের ঐতিহ্যবাহী ক্লাব প্রাঙ্গণে আজ দেখলাম আমার দেশের সেই সকল হিরোদের ছবি। অগ্রজদের সম্মান ও ইস্ট বেঙ্গলের আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে। ’
আগামীকাল মাঠে ভারতীয় নারী ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের হয়ে ১০ নম্বর জার্সিতে সানজিদার অভিষেক হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।