ঢাকাMonday , 26 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মিরাজ এখনও তার সেরাটা দেয়নি: ফাহিম

Sahab Uddin
August 26, 2024 10:35 pm
Link Copied!

বাংলাদেশের অলরাউন্ডার কে? এমন প্রশ্নে সবার আগে মাথায় আসবে সাকিব আল হাসানের নাম। কিন্তু সাকিব ছাড়াও বাংলাদেশ দলে ধীরে ধীরে আরও একজন অলরাউন্ডারের উত্থান হচ্ছে। তিনি অফস্পিনিং অলরাইন্ডার মেহেদী হাসান মিরাজ। শুধু পাকিস্তানের বিপক্ষেই অলরাউন্ড পারফরম্যান্স আসেনি তার ব্যাট থেকে। গত কয়েক বছর ধরেই যখন, যেভাবে যে দায়িত্বেই সুযোগ পাচ্ছেন, নিজের কাজটা ঠিকঠাক ভাবে করে যাচ্ছেন। মিরাজের এতো ভালো পারফরম্যান্সের পর ক্রিকেট বিশ্লেষক ও বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, মিরাজ এখনও নিজের সেরাটা দেয়নি!

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট ও বল হাতে দারুণ অবদান রাখেন মিরাজ। বাংলাদেশের স্কোরকে ৫৬৫ রানে নিয়ে যেতে মুশফিকের সঙ্গে রেকর্ড জুটি গড়েছিলেন তিনি। মিরাজকে নিয়েই মুশফিক সপ্তম উইকেটে ১৯৬ রান যোগ করেন। টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের এটিই সর্বোচ্চ জুটি। সপ্তম উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ১৪৫। নিজে খেলেছেন ৭৭ রানের ইনিংস। এরপর সাকিবের সঙ্গে হাত ঘুরিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন ডানহাতি এই স্পিনার। ২১ রানে নেন ৪ উইকেট। তার আগে প্রথম ইনিংসে নিয়েছিলেন একটি উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টে ৭৭ রান আর ৫ উইকেট নিয়ে ঐতিহাসিক টেস্ট জিততে রেখেছেন দারুণ ভূমিকা।

শুধু এই টেস্টেই নয়, মিরাজকে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে ব্যাটিং করিয়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তান, ভারত , শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচে দারুণ ইনিংস খেলে দলকে জিতেয়েছেন। তাছাড়া মেক শিফট ওপেনার হিসেবে দলে কার্যকরী ভূমিকা রেখে যাচ্ছেন।

মিরাজের এমন পারফরম্যান্সে মুগ্ধ ফাহিম। সোমবার মিরপুরে সংবাদ মাধ্যমকে এই পরিচালক বলেছেন, ‘ওর পারফরম্যান্স এক্সট্রা অর্ডিনারি। প্রতিপক্ষ যখন মনে করে ৬ উইকেট পড়ে যাওয়ার পর বাকিটা এমনেই নিয়ে নেওয়া যাবে। তখন সাতে মিরাজ আসে। ধরেই নেয় এই উইকেটগুলো হয়তো সামনের ২-৩ ওভারে নিয়ে নেওয়া যাবে। কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে, বেশ বড় অবদান এসেছে মিরাজ ও মুশফিকের জুটিতে। সেটা কিন্তু প্রতিপক্ষের জন্য হতাশার।’

এরপরই মিরাজের প্রশংসা করে ফাহিম আরও বলেছেন, ‘আমরা সব সময় দেখে এসেছি মিরাজ কোয়ালিটি ব্যাটার। আমার ধারণা ওর সেরাটা এখনও দেখিনি। উইকেটে কিছুটা সাহায্য ছিল অফস্পিনারের জন্য। ডানহাতি ব্যাটার যখন ব্যাটিংয়ে ছিল, তখন অফস্পিনে কিছুটা প্যাচ ছিল। সেটা সে কাজে লাগিয়েছে। একজন অলরাউন্ডার হিসেবে সে গড়ে উঠছে। যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।