বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে বিদায় হয়ে গেছে বাংলাদেশের। তবে দলের হারের দিনেও দারুণ এক মাইলফলকে পৌঁছে গেলেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের ক্যারিয়ারের ১০০ উইকেট পূর্ণ করলেন এই অফস্পিনার।
আজ (মঙ্গলবার) পাকিস্তানের যে ৩টি উইকেট পড়েছে, সবগুলোই নিয়েছেন মিরাজ। ৯ ওভার বল করে ৬০ রান খরচায় তিনি এই তিন শিকার করেন।
বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ৮৯টি ওয়ানডে খেলেছেন মিরাজ। এর মধ্যে ৮৬টি ইনিংসে বল করেছেন এই অফস্পিনার। বল হাতে তার ইকোনমি ৪.৭৮। সেরা ফিগারটি হলো ৪/২৫।
এছাড়া ব্যাট হাতে ৬২টি ইনিংস খেলে ২৩.৩৬ গড়ে মোট ১২১৫ রান করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২ সেঞ্চুরি সাথে ৩ বার ফিফটি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
২০১৭ সালের মার্চে বাংলাদেশ দলে অভিষেক হয় মিরাজের। ডাম্বুলাতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে লাল-সবুজের জার্সিতে নিজের ক্যারিয়ার শুরু করেন এই অলরাউন্ডার। ওই ম্যাচে ৪৩ রান খরচা করে ২টি উইকেট শিকার করেন মিরাজ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।