সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টা পেরিয়েছে মাত্র। লাঞ্চ বিরতি হতে তখনও এক ঘণ্টা বাকি। তার আগেই গ্যালারিতে উচ্ছ্বাস। মাঠে ক্রিকেটাররাও মেতে ওঠেন উল্লাস। চায়ের দেশে আরেকটা ইতিহাস গড়ল লাল-সবুজের দল। ১৫০ রানের জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু। ভূমিকম্পের সকালে স্পিন ঘূর্ণি দেখিয়ে জয়ের নায়ক বনে গেলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
চতুর্থ দিন শেষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা উঁকি দিলেও গলার কাঁটা হয়ে বেধেছিলেন ড্যারিল মিচেল। আগের দিন ৪৪ রানে অপরাজিত থেকে শেষ করা এই ব্যাটসম্যান আজ সকালের শুরুতেই ফিফটি তুলে নেন। তাতে শঙ্কা জাগে আরও একটা মুলতান, ফতুল্লা কিংবা সাগরিকার দুঃস্মৃতির।
তবে স্পিনার নাঈম হাসান তা হতে দেননি। তার বলে সুইপ করতে গিয়েছিলেন মিচেল। চেয়েছিলেন বাউন্ডারি পার করতে। কিন্তু ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা তাইজুল সেটা লুফে নেন দ্রুতই। বাংলাদেশের জয়টা যেন তখনই নিশ্চিত হয়ে যায়। বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতার।
যে ক্যাচের মাধ্যমে তাইজুল বাংলাদেশের জয়ের সম্ভাবনা জোরালো করেন, ম্যাচটা হেরে গেলে সেই তাইজুলই হতে পারতেন খলনায়ক। প্রথম ইনিংসে যে কেন উইলিয়ামসনের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন তিনি। তখন ৬৩ রানে অপরাজিত কিউই ব্যাটসম্যান৷ সেই কেন পরে সেঞ্চুরি হাকান।
শুধুই ক্যাচ নয়, তাইজুলই মূলত জয়ের নায়ক। ৭৫ রান খরচায় ৬ উইকেট শিকার করে ম্যাচসেরা যে তিনিই। ক্যারিয়ারের ১২তম বার তিনি পেলেন ৫ উইকেটের দেখা। এই ম্যাচেও দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন ১০ উইকেটের দেখা।
তাইজুলের স্পিন ঘূর্ণিতেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসেছে জয়ের দেখা। এই মাঠ দ্বিতীয় টেস্টেই পেলো জয়ের দেখা। এর আগে ২০১৮ সালে ভেন্যুর অভিষেক টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল টাইগাররা। সেই ম্যাচেও দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেছিলেন তাইজুল।
৫ বছর পর সিলেটে স্মৃতি যেন রোমন্থন করলেন তিনি। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে জানালেন এটা সম্ভব হয়েছে সতীর্থদের সহায়তায়।
তাইজুল বলেছেন, ‘ক্রিকেট তো টিম ওয়ার্ক। দলের সবাই মিলে আমরা খেলেছি। তাতে সম্ভব হয়েছে এমন খুশির মুহূর্ত পেতে। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। যা কাজে লাগিয়ে আমরা মিরপুরেও জিততে চাই।’
আগামী ৬ ডিসেম্বর থেকে হোম অব ক্রিকেটে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।