ঢাকাThursday , 26 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মিরপুরে ‘দুয়ো’ শুনলেন সাকিব

Sahab Uddin
October 26, 2023 6:05 pm
Link Copied!

তিনি বাংলাদেশের ক্রিকেটে কিংবদন্তি। দেশের হয়ে তার যে অর্জন, সেটা আসলে এক দুই কথায় লিখে শেষ করার মতো নয়। একটা স্লোগান তো প্রচলিতই-বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান।

এই সাকিব কি কখনও ভেবেছিলেন, তার মতো ক্রিকেটারকেও শুনতে হবে দুয়ো, সেটাও আবার দেশের সমর্থকদের কাছ থেকে? সাকিব সেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন আজ (বৃহস্পতিবার)। মিরপুরে অনুশীলন শেষ করে গাড়িতে উঠার সময় কিছু সমর্থক ‘ভুয়ো-ভুয়ো’ বলে চিৎকার করতে থাকেন। তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়েন সাকিব।

অধিনায়ক সাকিব মুম্বাই থেকে ঢাকা এসে গতকাল বুধবার যখন ঢাকার শেরে বাংলার ইনডোরে ছেলেবেলার গুরু নাজমুল আবেদিন ফাহিমের অধীনে একান্তে অনুশীলন করেছেন, তখন কলকাতা পৌঁছে টিম হোটেলেই বিশ্রাম নিয়েছেন বাকি ক্রিকেটাররা।

আজ বৃহস্পতিবার টিম বাংলাদেশের প্র্যাকটিস অফ। কোনো ক্রিকেটীয় কার্যক্রম নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৮ অক্টোবরের খেলার আগে একদিন কাল শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে অনুশীলন করবে সাকিবের দল।

তাতে থাকবেন না সাকিব? নাকি ওদিকে কলকাতায় তার দল অনুশীলন করবে, আর অধিনায়ক ঢাকার হোম অব ক্রিকেটে ছেলেবেলার গুরু নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে একান্তে অনুশীলন করবেন? বিষয়টা কেমন দেখাবে?

বুধবার নাজমুল আবেদিন ফাহিম যখন নিজ থেকেই  জানিয়েছিলেন যে, শুক্রবার সকালেও একটি ট্রেনিং সেশন করবেন সাকিব। তখন বিষয়টা একটু খাপছাড়া মনে হয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আর গোলমেলে থাকছে না। গতকাল বুধবার সকালের ৩ ঘণ্টার অনুশীলনের সঙ্গে আজ বৃহস্পতিবার শেরে বাংলার ইনডোরে আড়াই ঘণ্টার প্র্যাকটিস সেশনই শেষ। আজ বেলা পৌনে একটা নাগাদ প্র্যাকটিস শেষে বাসায় ফিরে গেছেন সাকিব। সন্ধ্যার ফ্লাইটেই টাইগার ক্যাপ্টেন চলে যাবেন কলকাতায় এবং কাল ইডেন গার্ডেনে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।

আজ দুপুরে অনুশীলন শেষে  এ তথ্য দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম বলেন, ‘অনুশীলন শেষ। কাল আর হবে না। আজ সন্ধ্যায়ই কলকাতা ফিরে যাবে সাকিব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।