বৃষ্টি আর আলোকস্বল্পতা না থাকলে মিরপুর স্টেস্ট হয়তো দুই দিনেই শেষ হয়ে যেত। স্পিন বান্ধব পিচ বানিয়েও অবশ্য সিরিজের শেষ টেস্টটি জিততে পারেনি বাংলাদেশ। গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের দুর্দান্ত জুটিতে চার উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ম্যাচ জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করলেও মিরপুরের উইকেটকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে উইকেট বলে আখ্যা দিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি।
প্রতিকূল আবহাওয়ার ভিড়ে মিরপুরে চারদিনে ১৭৮.১ ওভার খেলা হয়েছে, অর্থাৎ দুই দিনেরও কম। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় শেষ করেছে সফরকারীরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে উইকেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাউদি। বলেছেন, ‘এটি বেশ কঠিন একটি উইকেটে। তবে এখান থেকেও ম্যাচ বের করার ভালো উপায় রয়েছে।’
‘এই উইকেট বর্ণনা করার অনেক বিষয় আছে। আমার মনে হয় ১৭০ ওভারের মধ্যে (১৭৮.১) ওভারের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়া বোঝায় উইকেট কেমন ছিল। এটা ভালো ছিল না। এমনকি এখানে ব্যাটে-বলের লড়াইও হয়নি।’
‘সম্ভবত আমার ক্যারিয়ারে খেলা সবচেয়ে বাজে উইকেট এটি। ব্যাটে-বলে ভারসাম্যের বদলে এটা পুরোপুরি বোলারদের পক্ষে ছিলো। ১৭০ ওভারের মধ্যে খেলা শেষ হয়ে যাওয়া উইকেটের প্রতিবিম্ব। আমাদের ছেলেরা হোঁচট খেয়ে খাদে পড়ে আবার ঘুরে দাঁড়িয়ে জিতেছে, এটা সবচেয়ে আনন্দের।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।