বিপিএলের ঢাকা পর্বে দুই ম্যাচেও জয়ের মুখ দেখেনি সিলেট স্ট্রাইকার্স। এবার ঘরের মাঠে খেলতে নেমে মাশরাফি বিন মুর্তজার দলটি আরও বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চলতি আসরের সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জায় পড়েছে সিলেট। যদিও কুমিল্লার সংগ্রহ ছিল ‘মামুলী’ পর্যায়ের। ১৩১ রানের লক্ষ্য তাড়ায় সিলেট মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেছে।
এ নিয়ে চলতি আসরের তিনটি ম্যাচেই তিক্ত হারের স্বাদ পেয়েছে মাশরাফির দল। অন্যদিকে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিলো কুমিল্লা। হার দিয়ে আসর শুরু করা লিটন দাসের দল আজ ৫২ রানের বড় জয় পেয়েছে। যেখানে মূল ভূমিকা রাখা স্পিনার আল ইসলাম ৪ ওভারে এক মেইডেনসহ ৪ উইকেট নিয়েছেন। বিনিময়ে দিয়েছেন মাত্র ১৭ রান।
মাশরাফিদের সহজ লক্ষ্য দিলো কুমিল্লা
বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে আজ (শুক্রবার) থেকে। দিনের দ্বিতীয় খেলায় আসরের প্রথম জয়ের খোঁজে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। হোম ম্যাচে নেমে মাশরাফি বিন মুর্তজার দলটি বেশ উজ্জ্বীবিত পারফর্মই করেছে। সিলেট বোলারদের তোপে সুবিধা করতে পারেননি কুমিল্লার ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মোটে ১৩০ রান।
এর আগে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মাশরাফি। শুরুতে বল করে তারা লিটন দাসের দলকে অল্প রানেই আটকে দিয়েছে। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩০ রান এসেছে ইমরুল কায়েসের ব্যাটে। এছাড়া খুশদিল শাহ ৩১ ও জাকের আলী ২১ রান করেন। অন্যদিকে, সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন সামিত প্যাটেল
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় ৮ রানেই ফিরে যান লিটন। এরপর মোহাম্মদ রিজওয়ানও বিদায় নিলে চাপে পড়ে যায় চারবারের চ্যাম্পিয়নরা। সেখান থেকে ইমরুল কায়েসকে নিয়ে বড় রানের ভীত গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়। ব্যক্তিগত ৯ রানের মাথায় রান আউটে কাঁটা পড়ে ফিরতে হয় তাকে।
পরে কায়েস বিদায় নেন ৩০ রান করে। আগের ম্যাচগুলোতে কিছু করে দেখাতে না পারা ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজও আউট হয়ে যান দ্রুত। তিনি ফেরেন মাত্র ২ রান করে। দলীয় ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় কুমিল্লা। শেষ দিকে খুশদিল শাহের ২১ এবং জাকের আলি অনিকের ২৯ রানে ভর করে ১৩০ রান সংগ্রহ করে কুমিল্লা।
সিলেটের হয়ে এদিন সর্বোচ্চ ৩ উইকেট নেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার সামিত প্যাটেল, এছাড়া ২ উইকেট নেন জিম্বাবুইয়ান পেসার রিচার্ড নাগারাভা। এদিকে এদিন নিজের ৪ ওভারের বোলিং কোটা পূরণ করেছেন মাশরাফিও। যদিও ১৯ রানের বিনিময়ে কোনো উইকেট পাননি তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।