জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ হকি বিশ্বকাপ নিশ্চিত করার লক্ষ্যে খেলছে। স্বাগতিক ওমানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। আজ (শনিবার) গ্রুপের তৃতীয় ম্যাচে তারা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ড্র করেছে।
ওমানের মাস্কাটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশ-ওমানের ম্যাচটিতে। যদিও প্রথম কোয়ার্টারে এগিয়ে যায় মালয়েশিয়া। দুই মিনিটে দানিশ দানিয়ালের গোলে বাংলাদেশকে পেছনে ফেলে তারা। পরে ২৭ মিনিটে সমতা আনে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম বাংলাদেশকে খেলায় ফেরান।
৩৬ মিনিটে মোহাম্মদ হাসান আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। চার মিনিট পর আবারও সমতায় ফেরে মালয়েশিয়া। মোহাম্মদ নরিজাম পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে স্কোর লাইন ২-২ পরিণত করেন।
মালয়েশিয়ার বিপক্ষে সমান তালে খেলেছে মওদুদুর রহমান শুভর দল। এই এক পয়েন্ট বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল রোববার গ্রুপের শেষ ও চতুর্থ ম্যাচে চীন ম্যাচের ওপর যুব বিশ্বকাপ খেলা অনেকাংশে নির্ভর করছে তাদের।
যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাতটি দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত খেলবে সরাসরি। চলমান এশিয়া কাপের শীর্ষ ছয় দল আগামী বছর যুব বিশ্বকাপে খেলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।