ঢাকাThursday , 6 April 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. টেবিল টেনিস

মার্চ মাস সেরার মনোনয়ন পেলেন সাকিব

parag arman
April 6, 2023 4:28 pm
Link Copied!

গেল মাসটা দারুণ কেটেছে সাকিব আল হাসানের।  বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত  পারফর্ম করেছেন টাইগার অলরাউন্ডার। তার পুরস্কারও পেতে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। আইসিসি মার্চ মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা পেয়েছেন তিনি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক ঘোষিত তিন জনের সংক্ষিপ্ত তালিকায় সাকিবের সঙ্গে রয়েছেন নিউজিল‌্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের হার্ডহিটার আসিফ খান। অন্যদিকে, নারী ক্রিকেটারদের মধ্যে মনোনয়ন পেয়েছেন সিভনা জিমি, রাভিনা ওআ এবং হেনরিট ইসমি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। একই সঙ্গে সর্বোচ্চ ‍উইকেটশিকারির তালিকাতেও শীর্ষে ছিলেন তিনি। তার অলরাউন্ডার পারফরম্যান্সেই শেষ ওয়ানডেতে জয় পায় টাইগাররা।

এদিকে আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে করেন ৯৩ রান। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৮ রান করেন এবং বল হাতে ৫ উইকেট নেন। সবকিছু মিলিয়ে গেল মার্চ মাসে দুর্দান্ত ছিলেন সাকিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।