এইডেন মার্করাম স্বীকার করেছেন যে ভাগ্য তাদের অনুকুলে ছিলো। গত সোমবার বাংলাদেশের বিপক্ষে মাত্র চার রানের জয়ের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান বজায় রেখেছে দক্ষিণ আফ্রিকা। ফলাফলটি দক্ষিণ আফ্রিকাকে গ্রুপ-ডি এর শীর্ষে রেখেছে এবং ছয় পয়েন্ট নিয়ে সুপার আট নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ পিছিয়ে ৪ পয়েন্টে।
ভাগ্য সঙ্গ দেয়ায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছেন বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ছবি: এপি
ভাগ্য সঙ্গ দেয়ায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছেন বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ছবি: এপি
প্রোটিয়ারা ৬ উইকেটে ১১৩ রান তোলার পর একটা পর্যায়ে মনে হচ্ছিল আসরে প্রথম হারের মুখ দেখতে চলেছে তারা। কিন্তু বেশ কয়েকটি ঘটনার পর জয়ের জন্য স্পিনার কেশব মহারাজের শেষ তিন বলে সাত রানের প্রয়োজন ছিল টাইগারদের। কিন্তু জাকের আলী এবং মাহমুদউল্লাহ দুজনেই মার্করামের হাতে ক্যাচ দিয়েছিলেন। ক্যাচ তুলে দিয়ে মাথায় হাত মাহমুদউল্লাহর সেইসাথে মাথায় হাত সমর্থকদেরও। এই বাঁহাতি স্পিনার ঐ ওভারে তিনটি ফুল টস ডেলিভারি করেও দলের জয়ের নায়ক। তীরে এসে তরি ডুবার মতো বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১০৯ রানে।
১৭ তম ওভারে মাহমুদউল্লাহর প্যাডে বল লেগে ফাইন-লেগ এ বাউন্ডারি হয়। আম্পায়ার এলবিডব্লিউ ঘোষণা করলে তিনি অবিলম্বে রিভিউ নেন এবং বলটি লেগ-স্টাম্পের সাথে টাচ না থাকায় নটআউট কল করে ডেড বল ঘোষণা করা হয়।
তবে মার্করাম স্বীকার করেছেন যে তারা ভাগ্যবান ছিল। ম্যাচের পর তিনি বলেন, ‘কিছু জিনিস আজ আমাদের অনুকূলে থেকেছে এবং আমরা খুব ভাগ্যবান ছিলাম যে জয়টা আমাদের পক্ষে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আপনি সবসময় এই ধরনের খেলায় শেষ ওভারে বেশি নার্ভাস থাকেন। সবসময় এটি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করবে।’
তবে সেই ১৯.৫ ওভারের ফুল টসটি যে আরও দুই মিটার বেশি গেলে হয়তো হিতে বিপরীত হতো। এই ফরম্যাটের প্রতিযোগীতায় যে কোনো মুহূর্তে ভাগ্য একদিক থেকে অন্য দিকে ছুটে যায়। তবুও মাহমুদুল্লাহ (২০) এবং তৌহিদ হৃদয় (৩৭) শেষ পর্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।