অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ফুটবলার ছাড়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ওই দলের কোচ মারুফুল হক এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস। যার জেরে বসুন্ধরা কিংস চিঠি দিয়ে বাফুফেকে জানিয়েছে, মারুফুল হকের অধীনে কোনো দলেই তারা কোনো খেলোয়াড় ছাড়বে না।
২১-২৯ অক্টোবর ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই খেলা। এ সফরের জন্য অনুশীলন চলছে বুয়েট মাঠে। বসুন্ধরা কিংসের ৫ খেলোয়াড় ডেকেছিলেন কোচ। কিংস ক্যাম্পে পাঠিয়েছিল দুজন।
কিংস অভিযোগ করেছে, তাদের দুই খেলোয়াড়কে অনুশীলনে যোগ দিতে দেননি কোচ। কোচের এমন আচরণকে অপেশাদার হিসেবে উল্লেখ করে কঠোর ভাষায় চিঠি দিয়ে তাদের কোনো খেলোয়াড় না ছাড়ার কথা বাফুফেকে জানিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, কম্বোডিয়া, সিরিয়া, ভুটান, গুয়ামের সঙ্গে। প্রতিযোগিতার ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ দল বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলবে।
মারুফুল হকের অধীনে এই দলটিই নেপালে হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।