মারা গেছেন ষাটের দশকের জনপ্রিয় ফুটবলার জহিরুল হক। শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে জহিরুলের বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে মোহামেডান স্পোর্টিং ক্লাব গভীর শোক জানিয়েছে।
পূর্ব পাকিস্তান আমল থেকে ফুটবলে জনপ্রিয় জহিরুল। ঢাকা মোহাডেমানের জার্সিতেও খেলেছেন তিনি। ১৯৬০ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ঢাকার এই ক্লাবে খেলেন তিনি।
জহিরুলের ফুটবলে যাত্রা শুরু হয়েছিল ১৯৫৪ সালে, তেজগাঁও ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের হয়ে। ১৯৫৬ সাল পর্যন্ত এই ক্লাবে খেলে পরের দুই বছর খেলেন সেন্ট্রাল প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিতে। পুলিশ দলে খেলেন ১৯৫৯ সালে। পূর্ব পাকিস্তান দলে খেলেছেন ১৯৫৭-৬০ পর্যন্ত। ১৯৬০ সালে ছিলেন পূর্ব পাকিস্তান দলের অধিনায়ক।
জহিরুল ১৯৬৪ সালে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বর্ষসেরা ফুটবলার হন। ২০০১ সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।