ঢাকাSunday , 25 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মামলার বোঝা নিয়ে সাকিবের বিশ্বরেকর্ড

Sahab Uddin
August 25, 2024 5:59 pm
Link Copied!

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় মাঠে থেকেই সাকিব আল হাসান জানতে পেরেছেন, তার বিরুদ্ধে দেশে হত্যা মামলা হয়েছে। মামলার বোঝা মাথায় রেখেই দেশের জন্য লড়াই করে যাচ্ছিলেন সাকিব।

আজ রোববার টেস্ট ম্যাচের শেষ দিনে ৩টি উইকেটও শিকার করেছেন সাকিব। সবমিলিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে ৪টি উইকেট নিজের থলিতে জমা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুধু উইকেট শিকারই নয়, রাওয়ালপিন্ডিতে আজ বিশ্বরেকর্ডও করেছেন সাকিব। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ২টি উইকেট নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের (ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি) ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার কীর্তি গড়েন সাকিব।

এর আগে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন নিউজজিল্যান্ডের বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে তিনি ৭০৫টি উইকেট শিকার করেছিলেন।

পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট পাওয়ার সুবাদে তিন ফরম্যাটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৭০৭টি।

রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের শুরুর দিকে সৌদ শাকিলের উইকেট পান সাকিব। এরপর আব্দুল্লাহ শফিক ও নাসিম শাহকে প্যাভিলিয়নের পথ দেখান বাঁহাতি টাইগার স্পিনার।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অন্যতম আসামি করা হয় সাকিবকে। এরপর তাকে জাতীয় দল থেকে সরিয়ে দিতে ও দেশে ফিরিয়ে আনতে বিসিবির কাছে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। নোটিশে দাবি করা হয়, সাকিব ফৌজদারি মামলার আসামি। আইসিসির নিয়ম অনুসারে তিনি জাতীয় দলে খেলতে পারেন না।

যদিও রুবেল হত্যাকাণ্ডের দিন দেশে ছিলেন না সাকিব। সেদিন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি এবং ম্যাচসেরাও হয়েছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।