দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সোমবার শুরু হচ্ছে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসে এই ম্যাচ দর্শকরা সর্বনিম্ন ১০০ টাকায় দেখার সুযোগ পাবেন। টিকিটের সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামীকাল রবিবার থেকে দর্শক-সমর্থকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করা যাবে।
বিসিবি এক বিবৃতিতে টিকিটের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। পাঁচ ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১০০ টাকা। সর্বোচ্চ ১ হাজার টাকায় মিলবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ভিআইপি স্ট্যান্ডের টিকিট কিনতে খরচ হবে ৫০০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে লাগবে ৩০০ টাকা এবং সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ডের জন্য দিতে হবে ২০০ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।