ঢাকাWednesday , 21 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মাঠ ভেজা থাকায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টসে বিলম্ব

Sahab Uddin
August 21, 2024 2:03 pm
Link Copied!

আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দিনগুলোতে বৃষ্টি হতে পারে। সেটিই সত্য হলো। রাওয়ালপিন্ডির আকাশ থেকে সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।

বৃষ্টির কারণে মাঠ ভিজে গিয়েছিল। সময়মতো মাঠে না শুকানোয় টস করতে বিলম্ব হচ্ছে। অর্থাৎ ম্যাচ শুরুর আগেই বৃষ্টির বাগড়ায় এক ঘণ্টা বিলম্ব হলো।

আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। খেলা শুরুর আধ ঘণ্টা আগে টস হওয়ার কথা। বৃষ্টির বাধার কারণে সেটি হলো না। স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ১২টা) ফের মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা।

সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। আড়াই বছরেরও বেশি সময় পর আজ ফের মুখোমুখি হচ্ছে দুই দল।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সব পরিসংখ্যানই পাকিস্তানের পক্ষে। ২০০১ সালের প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে লাল বলের ম্যাচ খেলেছিল টাইগাররা। সেটি ছিল এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ।

এই পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে মাত্র ১টি ম্যাচে ড্র করতে পেরেছে বাংলাদেশ। বাকি ১২টি ম্যাচেই হারতে হয়েছে তাদের। সর্বশেষ ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজের দুটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রান ছিল ৬ উইকেটে ৫৫৫ রান, ২০১৫ সালে খুলনায়। একই ম্যাচে পাকিস্তান করেছিল ৬২৮ রান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ইতিহাসে এটিই পাকিস্তানের সর্বোচ্চ রান।

অন্যদিকে ২০২১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আর ২০০৩ সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে ১৭৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।
পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে কথা বললেও এই সিরিজে ইতিহাস বদলে দিতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল মঙ্গলবার সেই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। তবে মাঠের খেলাই বলে দিতে পাকিস্তানের বিপক্ষে পুরোনো ইতিহাস বদলাতে পারবে কিনা বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।