টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ক্রিকেটাররা সেরাটা দিতে পারলে যে কোনো দলকেই হারানো সম্ভব বলে মনে করেন তানজিম সাকিব। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া এই পেসার দারুণ উচ্ছ্বসিত। দেশের হয়ে খেলার স্বপ্ন শৈশব থেকেই ছিল বলে জানিয়েছেন তিনি।
তানজিম সাকিব বলেন, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশা আল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে আধিপত্য দেখাতে চান সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকেই লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। আমার আত্মবিশ্বাস কখনোই কম ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।