স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করবে ইয়ারাভিল্লে গ্লোরি ফুটবল ক্লাবে, তা আগেই জেনে গিয়েছিল মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিরা। তাই তো বাংলাদেশ দল মাঠে পৌঁছানোর অনেক আগেই সেখানে লাল-সবুজ পতাকা নিয়ে হাজির হয়েছিলেন মেলবোর্ন প্রবাসী কিছু যুবক।
মাঠে ঢোকার সময় তারা জাতীয় পতাকা দুলিয়ে স্বাগত জানান জামাল ভূঁইয়াদের। সেই সঙ্গে গলা ফাটান ‘বাংলাদেশ-বাংলাদেশ’ আর ‘গুডলাক-গুডলাক’ বলে।
বাংলাদেশের অনুশীলন দেখতে আসা মেলবোর্ন প্রবাসী এক বাংলাদেশি প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমাদের অনেক ভালো লাগছে। কখনই ভাবিনি দেশের ফুটবলারদের এভাবে সামনাসামনি দেখতে পাবো। আমরা ম্যাচের দিন দলকে অনুপ্রেরণা দেবো। অনেক বাংলাদেশি আসতেছে অনুশীলন দেখতে। ম্যাচের দিনও আসবে।’
মেলবোর্ন প্রবাসীদের অনেকেই আগেভাগে ১৬ নভেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট কিনে ফেলেছেন। এমন একজন বলছিলেন, ‘আমরা টিকিট কিনেছি। যারা এখানো টিকিট কাটোনি, তারা টিকিট কেটে নাও। সবাই মিলে একসঙ্গে খেলা দেখবো।’ আরেক যুবক বলছিলেন, ‘১৬ তারিখে স্টেডিয়ামে দেখা হবে। ইনশাআল্লাহ আমাদের জয় হবে।’
উল্লেখ্য যে, বৃহস্পতিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। এ ম্যাচ খেলতে শনিবার রাতে মেলবোর্ন পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। সোমবার ক্যাবরেরার দল সেখানে প্রথমবার মাঠে অনুশীলন করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।