গড়েছেন ইতিহাস। বাংলাদেশের প্রথম নারী হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাহিদা আক্তার। এমন অর্জনের পর ভীষণ উচ্ছ্বসিত এই স্পিনার।
আগের মাসেও (অক্টোবরে) সেরা নারী ক্রিকেটারের দৌড়ে ছিলেন নাহিদা। কিন্তু সেবার ভাগ্যের শিঁকে ছিড়েনি। ইতিহাস গড়তে তাকে অপেক্ষা করতে হলো আরও একটি মাস।
নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে নাহিদার সঙ্গে ছিলেন তারই সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবাল। এবার আর প্রতিদ্বন্দ্বীরা তাকে পেছনে ফেলতে পারেনি।
মাসসেরার পুরস্কার জেতার খবর পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইসিসিকে নাহিদা বলেছেন, ‘মনে রাখার মতো একটি মুহূর্ত। ক্রিকেট বিশেষজ্ঞদের এমন একটি বিশিষ্ট প্যানেল দ্বারা স্বীকৃতি পাওয়ার তাৎপর্য অনেক। নারী ক্রিকেটে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা আমার জন্য প্রেরণা ও উৎসাহের বিশাল উৎস হয়ে থাকবে।’
এরপর তিনি যোগ করেন, ‘গত কয়েক মাসে আমরা অসাধারণ কিছু ক্রিকেট খেলেছি। দল হিসেবে যে সাফল্য পেয়েছি, তাতে অবদান রাখতে পেরে আমি দারুণ খুশি। অবশ্যই আমার অধিনায়ক, কোচ, সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে সব সময় আমার ওপর আস্থা রাখার জন্য। এটিই আসলে মানসম্পন্ন দলের বিপক্ষে সহজাত খেলা খেলতে এবং চাপের মুখে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে।’
গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজও জেতে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৭ উইকেট শিকার করেছিলেন নাহিদা। সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।