ঢাকাWednesday , 4 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মধ্যরাতে বিসিবির অভিনন্দন বার্তা

BDKL DESK
September 4, 2024 12:10 am
Link Copied!

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী হয়েছে বাংলাদেশ। এই জয়ে তাৎক্ষণিকভাবে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাদের অভিনন্দন জানানোর ঘণ্টা ছয়েক পর মধ্যরাতে অভিনন্দন সহকারে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় বিসিবির মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিনন্দন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়। রাতে পাঠানো অভিনন্দন বার্তায় অবশ্য বিশেষ কোনো ঘোষণা নেই। ছিল নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদের অভিনন্দন জানানো দুটি মন্তব্য।

সভাপতি ফারুককে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তার দলকে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন। অসম্ভব নিবেদন, কঠোর পরিশ্রমে এই সফলতা এসেছে। তোমরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে জাতিকে গর্বিত করেছ।

অভিনন্দন বার্তা পাকিস্তান থেকে মিডিয়া গ্রুপে দিয়েছেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

দেশে একজন ডেপুটি মিডিয়া ম্যানেজারও রয়েছেন। এরপরও বোর্ড সভাপতির দুটি মন্তব্য বিজ্ঞপ্তি আকারে পাঠাতে বিসিবির মধ্যরাত পর্যন্ত সময় লেগেছে। অথচ প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টার তাৎক্ষণিক মন্তব্য ও প্রতিক্রিয়া ইতোমধ্যে সারা দেশের মানুষ জেনেছে। বিসিবির মিডিয়া বিভাগের মধ্যরাতে বিজ্ঞপ্তি দেওয়ার রীতি অবশ্য নতুন নয়, এ যেন পুরোনো সংস্কৃতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।