ঢাকাSaturday , 1 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মধ্যবর্তী দলবদলে কে কোথায়

BDKL DESK
March 1, 2025 10:46 pm
Link Copied!

গতকাল রাত ১২টায় শেষ হয়েছে এবারের মৌসুমের মধ্যবর্তী দলবদল। এবার দলবদলে বরাবরের মতো চমক দেখিয়েছে টানা পাঁচ আসরের লিগ শিরোপাজয়ী বসুন্ধরা কিংস।
লিভারপুল ও রিয়াল মাদ্রিদের হয়ে জুনিয়র দলে খেলা ৩২ বছরের আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ান লাসকানোকে তারা।

লাসকানোর পাশাপাশি ঘানাইয়ান উইঙ্গার ইভান্স ইত্তি, ২৮ বছর বয়স্ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাসিয়েলকে দলে নিয়েছে কিংস। এছাড়া পুরোনো খেলোয়াড় উজবেকিস্তানের আসরর গফুরভকে ফিরিয়ে এনেছে তারা। তবে প্রথম পর্বে খেলা দুই বিদেশি ফরাসি খাসা ও নাইজেরিয়ান ইসাকে ছেড়ে দিয়েছে কিংস।

অন্যদিকে প্রথম লেগে কোনো বিদেশি ছাড়া খেললেও দ্বিতীয় পর্বে দুই বিদেশিকে নিয়েছে ঢাকা আবাহনী। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আকাশি-নীল জার্সিতে খেলে যাওয়া ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো সান্তোস দি সিলভাকে ফিরিয়েছে তারা। এ মিডফিল্ডারের পাশাপাশি নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ওগবাহ’র নিবন্ধন সেরেছে ধানমন্ডিপাড়ার ক্লাবটি।

মোহামেডানের আক্রমণভাগের মূল শক্তি সুলেমানে দিয়াবাতে। আক্রমণের শক্তি বাড়াতে মোরিওকে নিয়েছে এ মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে থাকা দলটি। ২০২২-২৩ মৌসুমে পুলিশের জার্সিতে ১৮ ম্যাচে ৯টি গোল করেছিলেন ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড, আর ২০২৩-২৪ মৌসুমে ১৫ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন ৫ বার।

লিগ টেবিলের তলানির দিকে থাকা চট্টগ্রাম আবাহনী মাঝমাঠের শক্তি বৃদ্ধি করেছে। প্যারাগুয়ের ২৭ বছর বয়সি ফুটবলার উইলসন মেদিনাকে নিবন্ধন করিয়েছে তারা।

আবাহনী, কিংস ছাড়াও অন্য দলগুলোও মধ্যবর্তী দলবদলে তাদের প্রয়োজনমতো খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। শেখ জামাল ধানমন্ডিতে একসময় খেলা গাম্বিয়ান সলোমনকে এবার রহমতগঞ্জ নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।