ঢাকাSunday , 5 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভোর হলেই আলোচিত, সমালোচিত বিসিবি নির্বাচন

BDKL DESK
October 5, 2025 10:05 pm
Link Copied!

আলোচিত, সমালোচিত বিসিবি নির্বাচন কাল। যেখানে ভোটগ্রহণ যেন শুধুই আনুষ্ঠানিকতা। কারা পরিচালক হচ্ছেন তা সবার জানা। শেষ মুহূর্তে সরে দাঁড়িয়ে যে নির্বাচনকে রাতের ভোটের সাথে তুলনা করেছেন দুই প্রার্থী। ক্লাব সংগঠকরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন। যদিও সবকিছুকে স্বাভাবিক মনে করছেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন।
মিরপুর স্টেডিয়ামে ঝুলছে একের পর এক প্রার্থীদের ব্যানার। দেখে মনে হতে পারে উৎসবমুখর পরিবেশ। বাস্তবে কারা পরিচালক হচ্ছেন তা সবার জানা।

তারপরও রাজধানীর একটি হোটেলে ভোটের আনুষ্ঠানিকতা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত। অনেকেই ই-ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলেন। তবে আদালতের রায়ে ১৫ ক্লাব কাউন্সিলরশিপ ফিরে পাওয়ায় প্রার্থিতা বহাল ইফতেখার রহমান মিঠুর। তাই ক্লাব ক্যাটাগরির ই-ভোট হচ্ছে নতুন করে।

১২ পরিচালক পদে ক্লাব ক্যাটগরিতে ১৭ প্রার্থী। লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে থাকবে তাদের নাম। তবে নির্বাচনের আগেই কোন ১২ জন পরিচালক হচ্ছেন তা নিশ্চিত। তবে শেষ মুহূর্তে তালিকায় ঢুকতে পারেন ইফতেখার রহমান।

মেজর ইমরোজ বলেন, আমরা ইতোমধ্যে একটি কাগজ পেয়ে যাওয়ার কথা। একটি নির্দেশনা ছিল কোন ১২ জনকে ভোট দিতে হবে। আমরা দু’জনই ছিলাম। দু’জনেই যখন এরকম দেখেছি আমাদের মনে হয়েছে আমরা এই ইতিহাসের অংশ না, এটা একটি সেট গেম। যার জন্য আমি কিন্তু ভোট কাস্টিংও করেছি। আমার ওখানে বসেই মোবাইলে করেছি। তারপরও আমার মনে হয়েছে যে ভুল।

জেলা ও বিভাগের ১০ পরিচালকের ৬ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হবে। তবে ঢাকার প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোয় আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীনের সামনে কোন বাধা নেই। রাজশাহীর হাসিবুল আলমও ভোট বর্জন করেছেন।

বিসিবি নির্বাচনকে রাতের ভোটের সঙ্গে তুলনা করে আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বলেন, এবারের বিসিবি নির্বাচন আওয়ামী লীগ সরকারের সময়ের রাতের ভোটকেও হার মানিয়েছে। রাতের ভোট তো…তবু তো ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা (রাতের) ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে।

তবে বর্তমান মেয়াদের শেষ ও নতুন শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন। যত সমালোচনা আর বিতর্কই হোক, তাদের কাছে সবকিছু স্বাভাবিক।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে তার মধ্যে থেকেই আমরা সব করেছি। আইডিয়েল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপ এন্ড ডাউন থাকবেই। এটা আমার জন্য প্রথম হয়ত ভাবছি এটাই নরমাল।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, দিন শেষে সবাই সবার সঙ্গে হাত মেলায়। আমার সঙ্গে কয়েকদিন আগে দেখা হয়েছিল সেখানেও হাত মিলিয়েছিলাম। আশা করি আমাদের সুসম্পর্ক থাকবে।

ক্যাটগরি তিনে খুব বেশি অভিযোগ নেই। প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল। ক্রিকেটে বোর্ডে ২৫ পরিচালক। এরমধ্যে ২৩ জন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসেন। বাকি দুজন সরকার মনোনীত। ২৩ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ প্রার্থী। সোমবার সন্ধ্যাতেই নবনির্বাচিত পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হবেন।

এদিকে নির্বাচন বাতিলের দাবিতে এদিনও সোচ্চার ক্লাব সংগঠকরা। স্মারকলিপি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।