অক্টোবরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশি। এবার শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের। তার আগে নিজেদের শাণিয়ে নিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার বাটলার। তবে আপাতত তার আশায় গুড়ে বালি। ফিফা র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা ভুটানকে পছন্দ বাফুফে নারী উইংয়ের।
ফিফা উইন্ডোতে আগামী ১১ ও ১৪ জুলাই থিম্পুতে হবে খেলা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১৪০ এ। আর ভুটান ১৭৩ এ। এমনিতে সাফের আসরে ভুটানের নারী দল এখনও বলার মতো তেমন কিছু করে দেখাতে পারেনি। তাই তাদের বিপক্ষে খেলে সাবিনা-সানজিদারা কতটুকু শিখতে পারবে, তা নিয়ে রয়েছে সংশয়। বাংলাদেশ দলের কোচ বাটলারও চাইছিলেন শক্তিশালী প্রতিপক্ষ। তাই ভুটানকে পেয়ে তিনি একটু অবাকই হয়েছেন।
তবে ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ কতটুকু উন্নতি করতে পারবে, এমন প্রশ্নের উত্তরে কিছু বলতে রাজি হননি বাটলার। শুধু বলেছেন, ‘এই ম্যাচ আমি ঠিক করিনি। এই দায় আমার নয়। আমার কোনও মন্তব্য নেই। তবে অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ হলে ভালো হতো। আমি প্রতিপক্ষ ঠিক রিনি। আপনি মিস কিরণের(বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান) সঙ্গে কথা বলে দেখতে পারেন। তিনি এই বিষয়ে ভালো বলতে পারেন।’
যদিও নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আগেই বলেছিলেন, ‘লেবাননে আমাদের যাওয়া হচ্ছে না। এই মুহূর্তে আরও ভালো দল পাওয়া কঠিন। তাই ভুটানে গিয়ে খেলতে হচ্ছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।