ঢাকাThursday , 15 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভুটানে সাবিনা-মনিকা-ঋতু-সুমাইয়াদের ২৮ গোল!

BDKL DESK
May 15, 2025 9:05 pm
Link Copied!

শিরোনাম দেখে অবাক হওয়াই স্বাভাবিক। ভুটানের নারী লিগে গোল বন্যা বইয়ে দিয়েছেন বাংলাদেশের চার ফুটবলার। সাবিনা খাতুন, মনিকা চাকমা, সুমাইয়া মাতসুশিমা ও ঋতুপর্ণা চাকমা মিলে দুই-চারবার নয়, ২৫ বার জালভেদ করেছেন। সবমিলিয়ে সামতসে ডব্লিউএফসির জালে ২৮ গোল দিয়েছে পারো এফসি। অথচ একবারও পারোর জালে বল পাঠাতে পারেনি প্রতিপক্ষ ক্লাবটি।

ভুটানের এই লিগটিতে তিনটি ভিন্ন ক্লাবে খেলছেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেড নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার পর বাকি ছিল সাবিনা মনিকাদের পারো এফসির। এই ম্যাচে বাংলাদেশের চার ফুটবলারই প্রথম একাদশে ছিলেন। আর শুধু ছিলেন বললে কম হবে, দুর্দান্তরূপে ছিলেন। এই চারের একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় প্রতিপক্ষ সামতসের রক্ষণ।

ম্যাচসেরা হয়ে সাবিনা খাতুন বলেন, ‘ভালো লাগছে। আজ আমাদের প্রথম ম্যাচ ছিল, জিততে পেরেছি। তাই আমরা খুশি। আমরা সবগুলো দলকেই সম্মান করি। অনেকগুলো শক্তিশালী দল রয়েছে যেমন সিটি এফসি, ট্রান্সপোর্ট, আরটিসি তারপর অবশ্যই আমরা। তাই মনে হয় লিগটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

৯ মিনিটে গোল উৎসব শুরু করেন সাবিনা। আর শেষও করেন তিনি যোগ করা সময়ে নিজের নবম গোলটি দিয়ে। প্রথমার্ধে পারো দেয় ১০ গোল, দ্বিতীয়ার্ধে আরও ১৮টি। সবমিলিয়ে সাবিনা ৯টি, মনিকা ৭টি, সুমাইয়া ৫টি ও ঋতু গোল করেন ৪টি। পারোর সোনাম তামাং ২টি ও সোনাম শোমো একটি গোল দেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।