ঢাকাSaturday , 7 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দলে নেই রাকিব

Sahab Uddin
September 7, 2024 9:35 pm
Link Copied!

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ দলের সময়ের সেরা পারফরমার রাকিব হোসেন। দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছেন না কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এই ফরোয়ার্ডকে বাইরে রেখেই রোববার দল সাজাতে হবে কোচকে। রাকিব না থাকলেও ২-০ ব্যবধানে সিরিজ জিততে চান জামাল ভূঁইয়া।

আজ শনিবার থিম্পু থেকে পাঠানো ভিডিওবার্তায় জামাল বলেন, ‘দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। আমরা ৫০ ভাগ লক্ষ্যপূরণ করেছি প্রথম ম্যাচ জিতে। দ্বিতীয় ম্যাচও জিততে চাই, মাঠ ছাড়তে চাই ৩ পয়েন্ট নিয়ে।’

প্রতিপক্ষ ভুটান সম্পর্কে এই মিডফিল্ডারের অভিমত, ‘প্রথম ম্যাচে ভুটান অনেক ভালো খেলেছে। যদিও চেনচোসহ কয়েকজন নিয়মিত ফুটবলার তাদের এই দলে নেই। তারপরও তারা অনেক ভালোভাবে লড়াই করেছে। শেষ ম্যাচে তারাও চেষ্টা করবে জেতার জন্য। আমরা হাল ছাড়বো না। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।’

দলের সহকারী কোচ ও সাবেক তারকা ফুটবলার হাসান আল মামুন বলেছেন, ‘প্রথম ম্যাচে রাকিব পায়ের গোড়ালিতে অনেক ব্যথা পেয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকের মতামত অনুযায়ী তাকে এই ম্যাচে খেলানো যাবে না। তবে লম্বা সময় তাকে বসেও থাকতে হবে না। দ্রুতই জাতীয় দলে ফিরবে সে।’

ভুটানের খেলার কৌশল সম্পর্কে মামুন বলেন, ‘এই ভুটানকে আগে কখনো দেখিনি। প্রথম ম্যাচে তারা ৪-২-৩-১ পদ্ধতিতে খেলেছে। আগে কখনো তাদেরকে এই পদ্ধতিতে খেলতে দেখিনি।’

শেষ ম্যাচে বাংলাদেশের রণকৌশল কি হবে তা জানিয়ে দিলেন সাবেক এই ফুটবলার, ‘আগের ম্যাচের যা ভুল ছিল, তা চিহ্নিত করেছি। তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করেছি। সেখানেই খেলবো আমরা।’

এই সফরে বাংলাদেশের মূল লক্ষ্য দুই জয় তুলে নিয়ে ফিফা র্যাংকিংয়ে উন্নতি করা। যাতে করে আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর প্লটে থাকা যায়।

হাসান আল মামুন বলেন, ‘আমরা এখানে এসেছি ফিফা র্যাংকিংয়ে উন্নতির জন্য। আগে বড় বড় দলের সঙ্গে খেলেছি। এখন খেলছি সমশক্তির দলের সাথে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।