ঢাকাTuesday , 3 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভুটানবধের ছকে হামজা-ফাহামিদুলকে রাখছে বাংলাদেশ

BDKL DESK
June 3, 2025 10:57 pm
Link Copied!

এশিয়ান কাপ বাছাই পর্বে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ রয়েছে তাদের। বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল। প্রীতি ম্যাচটি জিতেই সিঙ্গাপুরের সামনে দাঁড়াতে চায় জামাল ভূঁইয়ারা।

ভুটানের বিপক্ষে আগের রেকর্ড বাংলাদেশের পক্ষে। এখন পর্যন্ত ১৬ ম্যাচ হয়েছে, তারা ১২টিতে জিতেছে। দুটি করে ড্র ও হার আছে। তবে সবশেষ গত বছরের ৮ সেপ্টেম্বর চাংলিমিথাং স্টেডিয়ামে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল। এটা মগজে রেখে লড়বে বাংলাদেশ। দলটির কোচ কাবরেরা নিজেদের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আজকের দিন নিয়ে আমরা ক্যাম্পের চতুর্থ প্রশিক্ষণ করছি। এখন পর্যন্ত খুবই ইতিবাচক। হামজা গতকাল যোগ দিয়েছে। স্কোয়াড এখন ২৫ জনের। সব মিলে ক্যাম্প দারুণ হয়েছে। আমরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যা আমাদের প্রস্তুতির জন্য পরীক্ষা।’

২০২০ সালের পর ঘরের মাঠে বিশেষ করে ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলার অপেক্ষায় বাংলাদেশ। চারদিকে উত্তেজনা কম নয়। স্প্যানিশ কোচ বলেছেন, ‘বেশ উত্তেজনাপূর্ণ পরিবেশ এবং বড় প্রত্যাশা, যা খুব ভালো। ঘরের মাঠে খেলা বাড়তি প্রেরণা। বিশেষ করে, আমরা খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি, এতদিন পর জাতীয় দলের দুটি ম্যাচ। সত্যি বলতে, আমাদের প্রত্যাশা অনেক এবং আমরা সত্যি সত্যিই আগামীকাল সবাই জিততে চাই।’

ম্যাচটি প্রীতি হওয়ায় একটু পরিবর্তন এবং পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেবেন, নাকি পুরো শক্তি নিয়ে মাঠে নামবেন, এমন প্রশ্নে কাবরেরার উত্তর, ‘কিছু খেলোয়াড়ের সুযোগ থাকবে। একই সঙ্গে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ভালো প্রস্তুতি হিসেবে সুযোগটি নেওয়া গুরুত্বপূর্ণ। আমি মনে করি আপনি একটি মিশ্র দৃষ্টিভঙ্গি দেখতে পাবেন।’

শমিত সোম এখনও দলের সঙ্গে যোগ দেননি। মিডফিল্ড কম্বিনেশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে কাবরেরা বলেছেন, ‘আমি মনে করি সবাই মানিয়ে নিতে প্রস্তুত। যারা আমার বা দলের সঙ্গে দীর্ঘ সময় ধরে ছিল। এমনকি হামজা যখন এসেছিল, তখন সেও করেছিল। আমি তার (শমিত) সঙ্গে যোগাযোগ করেছি। আমি ইতোমধ্যে তার সঙ্গে… সে আমাদের হয়ে কী ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে কথা বলেছি। সে সবকিছুর জন্য খুব উৎসুক এবং সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত।’

এরপরই যোগ করেন, ‘সবাই খুব ভালো কাজ করছে। যারা বিদেশ থেকে যোগ দিয়েছে, আমরা সবাই একসঙ্গে কাজ করছি। তারা ভালো করছে। হামজা আরও ভালো করছে। হামজা গতকাল এখানে ছিল এবং সে নিজেই অনুশীলন করতে চেয়েছিল। তার খেলার উচ্চাকাঙ্ক্ষা এবং সেই ইচ্ছা আছে, যা খুবই ভালো।’

ভুটান ম্যাচে হামজা-ফাহামিদুলকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কোচ ইঙ্গিত দিয়েছেন, ‘স্বাভাবিক পরিস্থিতিতে, আমি মনে করি আগামীকাল হামজা খেলবে। কিছু সময়ের জন্য ফাহামিদুলকে দেখতে পাবেন। তবু আজ আরও একটি প্রশিক্ষণ সেশন আছে এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হ্যাঁ, সে ভালো করছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।