ভিসা জটিলতায় ম্যাচের আগের দিনও দেশ ছাড়তে পারেননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। তাতে করে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশকে একাদশ নির্বাচন করতে হবে ১৩ জনের মধ্যে থেকে। শারজা ক্রিকেট গ্রাউন্ডে বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস মঙ্গলবার একটি জাতীয় দৈনিককে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিসা পাওয়ার পর হয়তো আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন নাসুম ও নাহিদ।
নাফিস বলেছেন, ‘আজও তারা ভিসা পায়নি। আশা করি তারা আগামীকাল যাবে, সম্ভবত কাল তারা ভিসা পেয়ে যাবে। দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচে তারা নেই।’
এর আগে ৯ জনের একটি দল শনিবার দেশ ছাড়ে, চার জন পরের দিনে রওনা হন। নাসুম ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার দলে ডাক পান। আর এই প্রথম ওয়ানডে দলে নাহিদ।
সিরিজের বাকি দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।
বাংলাদেশ দল (প্রথম ম্যাচের ১৩ জন): সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।