চলতি মাসের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ। সেই সফরে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। এবার দল ঘোষণা করল বাংলাদেশও। বাংলাদেশের স্কোয়াডে চমক হয়ে এসেছে জাকের আলী অনিকের অন্তর্ভূক্তি। ইনজুরিতে ছিটকে গেছেন শরিফুল ইসলাম।
ভারত সিরিজে বাদ শরিফুল, প্রথমবার টেস্ট দলে জাকের আলী
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করতে ঘোষিত ১৬ সদস্যের দলে পাকিস্তান সিরিজের প্রায় সবাই জায়গা পেয়েছেন। শুধু ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। দলে নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন জাকের আলী অনিক। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।
ভারত সিরিজে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির আলী অনিক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।