ঢাকাTuesday , 10 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত সফরে চ্যালেঞ্জের কথা জানালেন লিটন

Sahab Uddin
September 10, 2024 10:23 pm
Link Copied!

সম্প্রতি শেষ হলো বাংলাদেশের পাকিস্তান টেস্ট সিরিজ। তবে বিশ্রাম নেয়ার সময় কই শান্ত-লিটনদের। মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে যে আবারও মাঠে নামতে হবে টাইগারদের। তবে এবার প্রতিপক্ষ আগের চেয়েও ভয়ঙ্কর; সদ্য টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দুই চক্রের ফাইনালিস্ট ম্যান ইন ব্লুরা। পাকিস্তান সিরিজ শেষে বিশ্রামে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্রাম শেষে ভারত সফর উপলক্ষে মিরপুরে নিয়ম করে অনুশীলন করছে টিম টাইগার।

সদ্যই পাকিস্তানের মাটিতে স্মরণীয় সফরে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো লিটন এবার নিজেকে প্রস্তুত করছেন আরও কঠিন পরীক্ষার জন্য। এর মাঝেই আজ মঙ্গলবার তিনি দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন। মিরপুরের সংবাদ সম্মেলন এসে আত্মবিশ্বাসী উইকেটরক্ষক ব্যাটার মনে করিয়ে দিয়েছেন বাস্তবতা, চ্যালেঞ্জিং হবে ভারত সফর। তবে সহজেই হাল ছাড়বেন না।

বিরাট কোহলি-রোহিত শর্মাদের সমীহ করে লিটন বলেন, ‘ভারতের মাঠে যখন ওদের সঙ্গে খেলবে, তখন সবসময় বেটার সাইডে থাকবে ভারত। আমি বলব না খুব চ্যালেঞ্জিং হবে না, তবে খুব সহজও হবে না। তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল। টেস্ট ক্রিকেটে যদি র‍্যাঙ্ক ধরেন তারা উপরে। আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে।’

সম্প্রতি পকিস্তান সফরে বাংলাদেশ খেলে এসেছে কোকাবুরা বলে। এদিকে ভারত সফরে শান্তদের খেলতে হবে এসজি বলে। এই বলের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কতটা প্রস্তুত বাংলাদেশ। এ প্রসঙ্গে তিনি বলে, ‘আপনারা জানেন ভারত বড় একটা দল এবং আমাদের বলটাও পরিবর্তন হচ্ছে। এই বলে খুব কমই খেলি। চ্যালেঞ্জিং হবে। আমাদের খেলোয়াড়রাও খুব পরিশ্রম করছে। দেখা যাক কী হয়।’

দলের সঙ্গে লিটনও চান ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখতে। ‘এটা আসলে অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দুজন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’

ভারতের বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লিটন। ‘চাপ সব জায়গায়। খালি ওপেন করলেই চাপ, ছয়ে খেললে চাপ না! আমার থেকে ব্যাটার নিচে আছে (মেহেদী হাসান) মিরাজ। চাপ না, টেস্ট এমন খেলা, সারাদিনে জিরো থেকে শুরু করে সময় আছে বড় করার। আমার মনে হয় চাপ না। আমি যেভাবে অনুশীলন করি চেষ্টা করছি সেভাবেই করার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।