দাপটের সঙ্গে খেলেই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ দল। তবে সেখানে পুরোপুরি ব্যর্থ ছিল টাইগাররা। সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দুই পেসার নিয়ে মাঠে নামে হাথুরুসিংহের শিষ্যরা। এমনকি সেদিন একাদশে ছিলেন না দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদও।
রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের আগে ঘুমের জন্য টিম বাস মিস করেন তাসকিন, যার ফলে তাকে একাদশে দেখা যায়নি বলে গুঞ্জন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে নিশ্চিত করেছেন এই খবর।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র বর্তমানে আলোচনায় তাসকিনের ঘুম-কাণ্ড। আসলেই কি তাসকিন ঘুমিয়ে ছিলেন নাকি পেছনে রয়েছে অন্য কারণ সে প্রশ্ন অনেকেরই। ভারত ম্যাচে তারকা এই পেসারকে কী ঘুম-কাণ্ডের জন্যই একাদশে রাখেনি, এমন অনেক প্রশ্ন ক্রিকেট ভক্তদের মনে।
ঘুম-কাণ্ড নিয়ে প্রথমবারের মতো দেশের শীর্ষ এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাসকিন। টাইগারদের সহ-অধিনায়ক জানান, ভারতের বিপক্ষে ম্যাচে এমনিতেই তাকে খেলানো হয়নি। তাসকিন বলেন, ‘টস হওয়ার প্রায় ৪০ মিনিট আগে আমি মাঠে পৌঁছায়। আমাকে যে খেলায়নি সেটা দেরিতে যাওয়ার জন্য নয়, এমনিই খেলায়নি। তবে আমার একটু দেরি হয়েছিল মাঠে পৌঁছাতে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।