ঢাকাWednesday , 19 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত ম্যাচের আগে বিদেশি সাংবাদিকদের যত আগ্রহ নাহিদকে নিয়েই

BDKL DESK
February 19, 2025 9:42 pm
Link Copied!

বাংলাদেশ দল কোনো সিরিজ খেলতে বিদেশে গেলে বা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গেলে বিদেশি সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রে থাকতেন সাকিব আল হাসান। এখন সাকিব বাংলাদেশের ক্রিকেটে অতীত। পালাবদলের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেটে এখন আলোচনা পেস বিপ্লব নিয়ে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানার মতো একের পর এক পেসার উঠে আসছে বাংলাদেশের ক্রিকেটে। বিশেষ করে নাহিদ রানা গতির কারণে আলাদা পরিচিতি পেয়েছেন। এক্সপ্রেস গতির এই বোলার তার অবিশ্বাস্য গতির কারণে ক্রিকেটবিশ্বেই সাড়া জাগিয়েছেন।
নাহিদ রানাই কি তবে বাংলাদেশের ক্রিকেটের নতুন ‘পোস্টার বয়’? চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আলোচনা অন্তত তেমনটাই ইঙ্গিত করে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা। নাহিদকে নিয়েই তাদের একটার পর একটা প্রশ্ন ছুটে গেল শান্তর উদ্দেশে।

আন্তর্জাতিক ক্রিকেটে সদ্যই পথচলা শুরু করা নাহিদ কি এতো আলোচনায় মাঠে নেমে চাপ অনুভব করবেন? শান্ত অবশ্য তেমনটা মনে করেন না।

টাইগারদের দলপতি বলেন, ‘রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’

গত কয়েক মাসে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকভাবে খেলেছেন নাহিদ। এরপর বিপিএলেও রংপুর রাইডার্সের হয়ে টানা খেলে গেছেন। এতো ম্যাচ খেলার ধকল সামলে এই তরুণ নিজের গতি ঠিক রাখতে পারবেন তো? শান্ত আত্মবিশ্বাসী। এই ফাস্ট বোলারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ফিজিও-ট্রেইনাররা কাজ করছেন বলে জানান তিনি। ভারতের বিপক্ষে মাঠে নামলেও সেরা ছন্দেই থাকবেন বলে আশাবাদী টাইগার দলপতি।

তার ভাষায়, ‘রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।’

রানার বোলিং দলের বাকিদেরও আত্মবিশ্বাস যোগায় বলে দাবি শান্তর, ‘মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে। এটা আমাদের মোটিভেটও করে যে প্রতিপক্ষকে কিভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি। এটা এমন জিনিসটা যেটা আমি পছন্দ করি। আমি চাইব সে যেন ফিট থাকে এবং সে তার ফর্ম ধরে রাখবে। আশা করি সে এটা ধরে রাখবে এবং আমরা আরও ২-৩জন ভালো পেসার পেয়েছি। আমাদের ভালো বোলিং ইউনিট আছে, আশা করি তারা তাদের ফর্ম ক্যারি করবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।