ঢাকাTuesday , 17 December 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব

BDKL DESK
December 17, 2024 11:13 pm
Link Copied!

লম্বা সময় ধরে বোলিং করে যাচ্ছিলেন সাকিব আল হাসান। কখনও সন্দেহ জাগেনি তার বোলিং অ্যাকশন নিয়ে। কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে এই অলরাউন্ডার পড়েছিলেন বিপত্তিতে। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হলে পরীক্ষা দেন তিনি। এতে হতে পারেননি উত্তীর্ণ। পরে ইসিবি থেকে তাকে দেওয়া হয় নিষেধাজ্ঞা।

তবে সুযোগ রয়েছ সাকিবের সামনে। আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি। আইসিসির বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে, সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন।

এই সুযোগ কাজে লাগাতে উদ্যোগ নিয়েছেন সাকিব। আগামী ২১ ডিসেম্বর ভারতে ফের অ্যাকশন নিয়ে পরীক্ষার মঞ্চে বসবেন সাকিব। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে পরীক্ষার অংশ হিসেবে প্রায় দুই ঘণ্টা বোলিং করবেন বাঁহাতি এ স্পিনার। বল করার সময়ে তার শরীরে কিছু তারের সংযোগ থাকবে। সেগুলোর মাধ্যমেই পরীক্ষা সম্পন্ন হবে।

এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ফের বোলিং করতে দেখা যাবে সাকিবকে। একইসঙ্গে বোলিং নিয়ে তাকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।