বাংলাদেশ-নেদারল্যান্ড ম্যাচ দিয়েই কলকাতায় শুরু হচ্ছে বিশ্বকাপের আমেজ। এটি ছাড়াও বিশ্বকাপের আরও চারটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রতিবেশি দেশ হওয়ার পরেও ভারতে খুব বেশি একটা খেলার সুযোগ পান না বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলনের আগে সাংবাদিক সম্মেলনে ইডেন গার্ডেন্স নিয়ে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ জানালেন, আমরা ভারতে ম্যাচ খেলতে ভালোবাসি। ইডেনে বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি বলে আফসোস আছে। আমি আগেও এখানে ম্যাচ খেলেছি। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে খেলেছি। কিন্তু এখানে আরও বেশি ম্যাচ খেলতে চাই। আশা করছি আগামীকাল আবার খেলবো। খেলোয়াড় হিসেবে ভারতে আরও বেশি ম্যাচ খেলতে চাই।’
তাসকিন আরও বলেন, ‘এবারের বিশ্বকাপে বোলারদের খুব বেশি কিছু করার নেই। বেশিরভাগ ভেন্যুতেই ব্যাটিং পিচ। আমরা প্রথমে বল করতে চাই। সাফল্য পাওয়ার জন্য আমাদের দক্ষতা বদল করতে হবে। এখনও সব শেষ হয়ে যায়নি। আমাদের প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোনোর পরিকল্পনা রয়েছে।’
প্রতিপক্ষ নেদারল্যান্ডস নিয়ে তাসকিন জানালেন, ‘নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। প্রতিপক্ষ নিয়ে আগাম কিছু বলা যায় না। আশা করব ঘুরে দাঁড়াব আমরা। ভালো খেলব। নেদারল্যান্ডস জায়ান্ট কিলার। ম্যাচটা কঠিন হতেই পারে। হেরে গেলে প্রতিটা ম্যাচই কঠিন হয়। জেতার মানসিকতা বজায় রাখতে হবে। জিততে চাই শুধু বললে হবে না। ফোকাস বজায় রেখে সেটা কাজে করে দেখাতে হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।