২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। নতুন দায়িত্বে আজ সোমবার প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সংবাদ সম্মেলন শুরুর মাত্র এক ঘণ্টা আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। লিটন দাসের খেলোয়াড়ি জীবনে কোহলির বিপক্ষে একাধিকবার মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে। তাই সংবাদ সম্মেলনে কোহলির টেস্ট থেকে অবসরের প্রসঙ্গ উঠতেই লিটন বলেন,
“এই সিদ্ধান্ত শকিং না। একজন খেলোয়াড়ের নিজস্ব অধিকার আছে, সে কখন খেলা ছাড়বে, সেই সিদ্ধান্ত নেওয়ার। সে একজন কিংবদন্তি। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি।”
কোহলির অবদানের কথা স্মরণ করে লিটন আরও বলেন, “সে শুধু ভারতের জন্য নয়, গোটা ক্রিকেট বিশ্বের জন্যই অনেক কিছু করেছে। সাদা বলের আগ্রাসী ক্রিকেটীয় মানসিকতা ও দৃষ্টিভঙ্গি টেস্টেও নিয়ে এসেছে অনেক আগেই। এরকম একজন ক্রিকেটার টেস্ট ক্রিকেট খেলবে না—এটা অবশ্যই বড় একটা ক্ষতি।”
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন লিটন। তবে সেই ম্যাচে বাংলাদেশকে বৃষ্টি আইনে ৫ রানে হারিয়ে দিয়েছিল ভারত। সেই ম্যাচে কোহলি ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ম্যাচ শেষে লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি।
কোহলির সঙ্গে মাঠে খেলার স্মৃতিচারণ করে লিটন বলেন, “যদি আবার ভারতের সঙ্গে খেলি, আমি তাকে মিস করব। কারণ আমরা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। মাঠে তাকে অনেক আগ্রাসী দেখা যায়, তবে সেটা সে ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে সে খুবই ভদ্র ও ভালো একজন মানুষ।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।