ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ ছিল বাংলাদেশের। অতিবৃষ্টির কারণে ২৮ মের সেই ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এবার সামনে টিম ইন্ডিয়া। রোহিত শর্মাদের বিপক্ষে খেলতে বুধবার (২৯ মে) মধ্যরাতে নিউইয়র্কে পৌঁছেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।
১ জুন নাসাও কাউন্টি স্টেডিয়ামে ভারতের সঙ্গে বাংলাদেশের ওয়ার্মআপ ম্যাচ। যা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচকে সামনে রেখে ডালাস থেকে বিমানে করে নিউইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ। এ ম্যাচের পরই বাজবে বিশ্বকাপের দামামা।
ডালাসে ২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন। এবারের আসরে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। এ গ্রুপের অন্যরা হলো- নেদারল্যান্ডস, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজে শান্ত বাহিনী হেরেছে ২-১ ব্যবধানে। তৃতীয় ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ এড়ায় তারা। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে হারে ৬ রানে। সৌম্য সরকার ও তানজিদ তামিমের ব্যাটে তৃতীয় ম্যাচটি জিতে যায় ১০ উইকেটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।