টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের রানার্সআপ দল পাকিস্তান। এবারও তারা ফেবারিট হিসেবে খেলতে এসেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর পাকিস্তানের এখন বিদায় ঘণ্টা বাজছে। চার ম্যাচের মধ্যে দুটিতে হেরে সুপার এইটের পথ জটিল হয়ে যায় ম্যান ইন গ্রিনদের। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কানাডার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে নিজেদের শেষ আটের স্বপ্ন বাঁচিয়ে রাখে বাবররা। টুর্নামেনের শেষ ম্যাচে আগামী রোববার (১৬ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে জিততেই হবে। তবে তার আগেই নিশ্চিত হয়ে যেতে পারে সুপার এইটে পাকিস্তান যাবে কিনা সেটি।
বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয় ভারত ও যুক্তরাষ্ট্র। তবে এ ম্যাচে দৃষ্টি ছিল পাকিস্তানেরও। কেননা ভারত যদি কোনোভাবে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় কিংবা বৃষ্টির কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে কোনো সমীকরণ ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে পাকিস্তান। যেহেতু ভারত এই ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে সেহেতু সুপার এইটে যাওয়ার সম্ভাবনা এখনো টিকে রয়েছে তাদের সামনে।
ভারত-যুক্তরাষ্ট্র-পাকিস্তান-কানাডা তিন ম্যাচ খেলে ফেলেছে। চার দলের পয়েন্ট যথাক্রমে ৬, ৪, ২, ২। শীর্ষে থাকা ভারতের নেট রানরেট ১.১৩৭, যুক্তরাষ্ট্রের ০.১২৭, পাকিস্তানের ০.১৯১, কানাডার -০.৪৯৩। পয়েন্টে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও ভারতের কাছে বড় ব্যবধানে পরাজয়বরণ করায় নেট রানরেটে তারা পাকিস্তান থেকে পিছিয়ে রয়েছে।
নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার আগে সুসংবাদ পেলেন পাঁচ টাইগার ক্রিকেটার
বিশ্বকাপের পর পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন ছয় ক্রিকেটার!
তাই সুপার এইট খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে যুক্তরাষ্ট্রকে, অথবা ম্যাচে বৃষ্টি কামনা করতে হবে তাদের। আর যুক্তরাষ্ট্র যদি আয়ারল্যান্ডের কাছে হেরে বসে সেক্ষেত্রে পাকিস্তান যেহেতু এই গ্রুপ থেকে সবশেষ ম্যাচ খেলবে সেক্ষেত্রে তাদের সামনে যে কোনো টার্গেট থাকতে পারে। অর্থাৎ সুপার এইটে যেতে হলে পাকিস্তানের সামনে নির্দিষ্ট ওভার কিংবা উইকেটের মার্জিন দেয়া হবে।
তাই বৃষ্টি যাতে ম্যাচে ব্যাঘাত না ঘটায় সেজন্য দোয়া করতে হবে পাকিস্তানের। সেই সঙ্গে আগামী রোববার (১৬ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটিতে জয় পেতে হবে এবং বৃষ্টি যাতে এখানেও বাধা না দেয় সেটাও কামনা করতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।