ঢাকাSunday , 1 December 2024
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন তামিম ইকবাল

Sahab Uddin
December 1, 2024 3:56 pm
Link Copied!

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তার এই সময়ে বিভিন্ন দেশ ব্যাপক হারে টুর্নামেন্ট আয়োজন করছে। তেমনই একটি টুর্নামেন্ট বিগ ক্রিকেট লিগ (বিসিএল)। ভারতের অখ্যাত সেই লিগেই এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ১৫ হাজার ডলারে তাকে ড্রাফট থেকে দলে নিয়েছে এমপি টাইগার্স।

গতকাল (শনিবার) এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে মার্কি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান, সুরেশ রায়না ও শেখর ধাওয়ান এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলেকারত্নে দিলশান। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হার্শেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার লেন্ডল সিমন্স, ভারতের কেদার জাদব ও নামান ওঝারাও খেলার কথা রয়েছে।

বিগ ক্রিকেট লিগ তাদের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তাদের ড্রাফট থেকে দল পাওয়ার কথা জানিয়েছে। তামিমের এমপি টাইগার্স দলে সতীর্থ হিসেবে আছেন– দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র, জতিন সাক্সেনা। এর মধ্যে জতিন ৫ লাখ রুপিতে দল পেয়েছেন।

সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে লিজেন্ডস ক্রিকেট লিগের মতোই আয়োজন করা হয় এই বিগ ক্রিকেট লিগ। ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলিপ ভেঙ্গসরকার লিগটির কমিশনার এবং উইন্ডিজ কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আছেন সহ-সভাপতি হিসেবে।

৬ দলের অংশগ্রহণে হবে বিগ ক্রিকেট লিগ। যেখানে প্রতিটি দল ১৮ সদস্য নিয়ে স্কোয়াড গঠন করতে হবে। লিগ পর্বে ১৫টি ম্যাচ, দুটি প্লে-অফ এবং ফাইনাল দিয়ে এর ফরম্যাট সাজানো হয়েছে। তবে টুর্নামেন্টটির সময়সীমা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। গত বিপিএলের পর তাকে আর ২২ গজে দেখা যায়নি। মাঝে অবশ্য ইনজুরিতেও ছিলেন দেশসেরা এই ওপেনার। এরপর জাতীয় দলে ফেরার গুঞ্জন থাকলেও, নাটকীয়তার আড়ালে পড়ে গেছে সেটি। এবার প্রথমবার দেশে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লিগ দিয়ে তামিমের মাঠে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।