ঢাকাThursday , 1 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতীয় ক্রিকেটের ‘দ্য গ্রেট ওয়াল’ গায়কোয়াড় চিরনিদ্রায়

Sahab Uddin
August 1, 2024 3:52 pm
Link Copied!

‘দ্য গ্রেট ওয়াল’ নামে খ্যাত ভারতের সাবেক ক্রিকেটার গায়কোয়াড় অংশুমান মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই করে গতকাল বুধবার রাতে হেরে যান এই তারকা ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
ব্লাড ক্যান্সার ধরা পড়লে লন্ডনের কিংম কলেজ হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন গায়কোয়াড়। এরপর গত মাসে দেশে ফেরেন ভারতের হয়ে ৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা এই ক্রিকেটার। গায়কোয়াড়কে চিকিৎসার জন্য ১ কোটি রুপি সহায়তা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শেষ পর্যন্ত তাতেও কাজ হয়নি। শারিরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই মারা যান গায়কোয়াড়।
ভারতের ক্রিকেটে প্রতিরোধমূলক মানসিকতা নিয়ে খেলতেন গায়কোয়াড়। তার উত্থান এমন সময়ে হয়েছিল, যখন ক্যারিবীয় পেসাররা পুরো বিশ্বক্রিকেটকে শাসন করছে। সে সময় ক্যারিবিয়ানদের সামনে দেওয়ালের মতো দাঁড়াতেন এই ডানহাতি ব্যাটার।
১৯৭৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায় টেস্ট অভিষেক হয় গায়কোয়াড়ের। ১০ বছর ক্রিকেট খেলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৯৮৪ সালে এই কলকাতাতেই শেষবারের মতো মাঠে নামেন তিনি। তার বাবা দত্ত গায়কোয়াড়ও ছিলেন সাবেক টেস্ট ক্রিকেটার।
গায়কোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিসিসিআইয়ের বোর্ড সেক্রেটারি জয় শাহ ও ক্রীড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
মোদি তার এক্স একাউন্টে লিখেছেন, ‘ক্রিকেটে অবদানের জন্য শ্রী অংশুমান গায়কোয়াড স্মরণ করা হবে। তিনি একজন প্রতিভাধর খেলোয়াড় এবং অসামান্য কোচ ছিলেন। তার মৃত্যুতে সবাই ব্যথিত। তার পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা।’
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এক্সে লেখেন, ‘মিস্টার অংশুমান গায়কোয়াডের পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। সমগ্র ক্রিকেট সম্প্রদায়ের জন্য হৃদয়বিদারক। তার আত্মা শান্তিতে থাকুক।’
১৯৮৩ সালে জলান্ধরে ইমরান খানের পাকিস্তানের বিপক্ষে ২০১ রানের ইনিংস খেলেন গায়কোয়াড়। সেই ইনিংসটি টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম ধীরগতির ডাবলসেঞ্চুরি।
১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে দুই মেয়াদের ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন গায়কোয়াড়। তার অধীনে ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলেছে ভারত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।