ঢাকাSunday , 6 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে হারানোর সুযোগ আছে

BDKL DESK
October 6, 2024 2:05 am
Link Copied!

আগামীকাল রোববার থেকে শুরু বাংলাদেশ আর ভারতের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের প্রথম খেলাটি হবে গোয়ালিয়রে। আর পরের দুটি হবে ভারতের রাজধানী দিল্লীতে।

আগেই জানা গোয়ালিয়রে এখন প্রচণ্ড গরম। টেস্ট সিরিজ শেষে কানপুর থেকে গোয়ালিয়র এসে বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছিলেন, এখানকার (গোয়ালিয়রের ) আবহাওয়া অনেকটা দুবাইয়ের মত। প্রচণ্ড গরম।

টিম বাংলাদেশের উইলোবাজ তাওহিদ হৃদয়ও আজ তাই জানালেন। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে হৃদয় বলেন, ‘এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’

দলের প্রস্তুতিতে সন্তুষ্ট হৃদয় জানান, ‘আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব।’

সেই ভালোটা কি? টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের লক্ষ্য কী? এ প্রশ্নের উত্তরে হৃদয়ের আত্মবিশ্বাসী উচ্চারণ, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’

সিরিজটিকে অনেক গুরুত্বপূর্ণ অভিহিত করে হৃদয় আরও বলেন, ‘সবাই এখানে ভালো করতে এসেছি এবং ভালো করতে চাই। আমাদেরও লক্ষ্য থাকবে যতটুকু পারব, আমাদের দিক থেকে চেষ্টা করার জন্য।’

বিশ্বকাপের পরপরই টি-টোয়েন্টি দল থেকে অবসর নেয়া তিন শীর্ষ ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবিন্দ্র জাদেজা এমনিই নেই। সাথে জসপ্রিত বুমরাহসহ আরও কয়েকজন শীর্ষস্থানীয় ক্রিকেটার ছাড়াই সাজানো হয়েছে ভারতীয় দল। তুলনামূলক তরুণ ক্রিকেটারে সাজানো ভারতীয় দল।

টিম বাংলাদেশের সামনে সেই দলকে হারানোর সুযোগ আছে কিনা? এ প্রশ্নের জবাবে তাওহিদ হৃদয় প্রথমে বলেছেন, ‘হতে পারে।’ তবে পরক্ষনেই মুখ থেকে বেরিয়ে এসেছে, তবে টিম বাংলাদেশ ভারতীয় দল নিয়ে নয়, নিজেদের নিয়েই ভাবছে।
তাই মুখে এমন কথা, ‘এভাবে আমরা চিন্তা করি না। আমরা যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নাই, এগুলো ওভাবে মাথায় কাজ করে না। আমরা সবসময় আমাদের দিকটা ফোকাস করি। আমাদের যে প্রক্রিয়া আছে সেগুলো মেইনটেইন করার চেষ্টা করি। হয়তোবা সুযোগ আছে হারানোর, এমন না যে তাদের বড় টিমকে আমরা হারাইনি। বড় টিম ছোট টিম বলে টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু নেই। আমার কাছে মনে হয় পার্টিকুলার ডে তে যে ভালো করবে সেই (জিতবে)।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।