ঢাকাSaturday , 18 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে হারানোর ‘কৌশল’ আছে অস্ট্রেলিয়ার

Sahab Uddin
November 18, 2023 10:26 pm
Link Copied!

আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টানা দশ ম্যাচ জিতে বিশ^কাপের ফাইনালে উঠেছে অপ্রতিরোধ্য ভারত। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল টিম ইন্ডিয়া। ফাইনালের মঞ্চে ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদি অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তিনি জানান, ফাইনালে ভারতকে হারানোর কৌশল নকশা আমাদের জানা আছে।
মুখোমুখি হওয়া লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। এরপর বিদ্যুৎ গতিতে ছুটেছে ভারতের জয়রথ। টানা আট ম্যাচ জিতে অপরাজিত থেকে বিশ^কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় টিম ইন্ডিয়া। সেমিতে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ২০১১ সালের পর আবারও বিশ^কাপের ফাইনালে উঠে ভারত।
ভারতের পর লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছেও হার মানে অস্ট্রেলিয়া। তবে প্রথম দুই ম্যাচে হারের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি অসিদের। টানা আট ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। গতরাতে সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারায় তারা।
ফাইনালে শক্তিশালী ভারতকে মোকাবেলার জন্য অস্ট্রেলিয়া পুরোপুরি প্রস্তুত বলে জানান হ্যাজেলউড। তিনি বলেন, ‘সত্যি বলতে, ভারত খুবই ভালো ক্রিকেট খেলছে। তাদের ভালো মানের পেসার, স্পিনার ও ব্যাটার আছে। প্রতিটা বিভাগেই ভালো পারফর্ম করছে তারা।’
লিগ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৯ রানে গুটিয়ে গিয়েছিলো অস্ট্রেলিয়া। শক্তপোক্ত পুুঁিজ না থাকলেও, বল হাতে শুরুতেই ভারতকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিলো অস্ট্রেলিয়ার বোলাররা। ২ রানে ভারতের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় তারা। কিন্তু চতুর্থ উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয় বঞ্চিত করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
ঐ ম্যাচের স্মৃতি মনে করিয়ে দিয়ে হ্যাজেলউড বলেন, ‘চেন্নাইতে লিগ পর্বে লো-স্কোরিং ম্যাচে তাদের কিছু খুঁত আমরা লক্ষ্য করেছি। আমরা সত্যিই ভাগ্যবান যে, ছোট লক্ষ্যমাত্রা দিয়েও তাদের দ্রুত কিছু উইকেট ফেলে দিয়েছিলাম।’
প্রতিপক্ষকে টার্গেট দিয়েও প্রতিপক্ষকে চাপে রাখার কথা জানান হ্যাজেলউড, ‘দ্বিতীয় ইনিংসে বোলিং করলেও আমরা নতুন বলে বেশ ভালই চাপে রাখছি বিপক্ষ দলকে, প্রথমে বল করার ক্ষেত্রেও একইরকম হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলের মধ্যে আলোচনা হয়েছে এবং এটার উপরেই আমরা বেশি জোর দিচ্ছি। আমরা কৌশল জানি এবং আশা করি রোববারও একইভাবে এগুবো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।