ঢাকাWednesday , 25 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভবিষ্যতের ক্রীড়াবিদ খুঁজে আনার পথ বাতলে দিলেন ক্রীড়া উপদেষ্টা

BDKL DESK
June 25, 2025 10:26 pm
Link Copied!

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রশিক্ষণ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলা হবে। প্রতিভা অন্বেষণই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা ভবিষ্যৎ ক্রীড়াবিদদের খুঁজে পাব, যারা পৃথিবীর বুকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে।
বুধবার (২৫ জুন) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ‘তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০২৪-২০২৫’ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই ধরণের কর্মসূচি সম্প্রসারণ এবং খেলোয়াড়দের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, ইতোমধ্যেই প্রতিভা অন্বেষন কর্মসূচীর মাধ্যমে যে সমস্ত প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছে তাদের নিয়ে তিনি বিসিবি সভাপতির সাথে কথা বলেছেন। প্রতিভাবান এসব ক্রিকেটারকে বিসিবিতে পাঠানো হবে। ভবিষ্যতে ভাল ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার জন্য বিসিবি তাদের সব দায়িত্ব নিবে।

উপদেষ্টা বলেন, এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরো কিভাবে বৃদ্ধি করা যায় এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায় সে বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে।

দশটি ক্রীড়া ক্ষেত্রে যারা প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বাছাই হয়েছেন তাদেরকে স্ব স্ব ফেডারেশনের সাথে সমন্বয় করে আরো বেশি প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে আগামীদিনের জন্য প্রস্তুত করা হবে। প্রতি ছয় মাস পর পর ফেডারেশনের মাধ্যমে বাছাইকৃত প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন করা হবে। প্রশিক্ষণের উন্নতির উপর ভিত্তি করে তাদের ভবিষ্যতের পথ নির্ধারণ করা হবে।

একইসাথে তিনি আরও বলেন, ‘আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদদের জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ক্রীড়া বৃত্তির ব্যবস্থা করা হবে। ক্রীড়া ক্ষেত্রে যথাযথ অবকাঠাম গড়ে তোলার পাশাপাশি এমন একটি ক্রীড়াবান্ধব ইকোসিস্টেম গড়ে তোলার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে যেখানে একজন খেলোয়াড় তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে সুযোগ পাবেন। আমরা চাই না যে বাংলাদেশের আর্থিক সমস্যা বা ক্রীড়া পরিবেশের অভাবের কারণে কোনও প্রতিভা হারিয়ে যাক। আমরা তাদের প্রতিভাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চাই। বিশ্বের যেসব দেশ খেলাধুলায় ভালো করেছে, তাদের দিকে তাকালে দেখা যাবে প্রত্যেকেরই নিজস্ব পরিবেশ ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাই চীন অলিম্পিকে ভালো করছে। আমরা যদি চীনের সাফল্যের পেছনের গল্পটি দেখি, তাহলে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

ক্রীড়া উপদেষ্টা বলেন, তৃতীয় বিশ্বের দেশ এবং সীমিত সম্পদ থাকা সত্ত্বেও, যথাযথ পরিকল্পনা এবং পরিচর্যার অভাবে ক্রীড়া খাত অবহেলিত ছিল। প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য উপযুক্ত অবকাঠামোর পাশাপাশি একটি ইকো সিস্টেম তৈরির চেষ্টা করা হবে যাতে তারা নিজেদের প্রস্তুত করার জন্য একটি ভালো পরিবেশ পেতে পারে।’

অনুষ্ঠান শেষে ক্রীড়া উপদেষ্টা অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের মধ্যে জুডোতে অংশ নেয়া প্রশিক্ষনার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, এনএসসি সচিব আমিনুল ইসলামসহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা।

উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০২৪-২০২৫ এ ১০টি ইভেন্টে বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০০ জন খেলোয়াড় অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে ১৬২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয় যার মধ্যে ৮৯ জন বালক ও ৭৩ জন বালিকা। ইভেন্টগুলো হচ্ছে হ্যান্ডবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, দাবা, জুডো, ভারোত্তোলন, ভলিবল, জিমন্যাস্টিকস ও সাইক্লিং।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।