আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন তানজিদ হাসান তামিম। শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এই মাইলফলক অর্জন করেন এই তরুণ ওপেনার।
এই ম্যাচে মাঠে নামার আগে তামিমের রান ছিল ৯৬৭। ৬২ বলে ৮৯ রানের ইনিংস খেলার পথে ৩৩ রান করতেই এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। তামিমকে খেলতে হয়েছে ৪২ ইনিংস। তার চেয়ে কম ইনিংসে বাংলাদেশের কেউই এই রেকর্ড স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশিদের মধ্যে এতদিন এই রেকর্ডটি ছিল তাওহীদ হৃদয়ের দখলে। টাইগার মিডল অর্ডার ব্যাটার হৃদয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন ৪৫ ইনিংসে। তালিকার তিনে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, তার লেগেছিল ৪৯ ইনিংস।
এছাড়া বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ৫১ ইনিংসে হাজার রানের দেখা পান। তার মতো আরেক সাবেক অধিনায়ক ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ৫১ ইনিংসে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
লাল সবুজ জার্সিতে ২০২৪ সালের মে মাসে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল তানজিদ তামিমের। একই মাঠেই এবার তিনি হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। সব মিলিয়ে এ সংস্করণে ৪২ ম্যাচ খেলে ১০টি ফিফটি হাঁকিয়েছেন ২৫ বছর বয়সী এ ব্যাটার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

