শেষ হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের লিগ পর্যায়ের খেলা। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল খেলছে। বিশ্বকাপে পঞ্চম স্থান থেকে অষ্টম স্থানে থেকে পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে।
লিগ পর্যায়ের খেলায় বেশ কিছু চমৎকৃত ম্যাচ উপভোগ করেছে ক্রিকেট প্রেমীরা। যেমন অসাধারণ ব্যাটিং দেখেছে, তেমনি বোলাররা উপহার দিয়েছে চমৎকার বোলিং। একপেশে ম্যাচ যেমন হয়েছে তেমনি টানটান উত্তেজনার ম্যাচ দেখা গেছে। অঘটনও কম ঘটেনি, ছোটদলের কাছে বড় দলের অসহায় আত্মসমর্পনও দেখেছে ক্রিকেট বিশ্ব।
বিশ্বকাপে সর্বোচ্চ রানের লড়াইটা বেশ জমে উঠেছে। বারবার শীর্ষস্থানে থাকা ব্যাটারের নাম পরিবর্তন হয়েছে। লিগ ম্যাচ শেষে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি শীর্ষে রয়েছেন। ৯ ইনিংসে তার রান ৫৯৪। ৯ ইনিংসে সাতবারই তিনি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। দুটো সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে বিরাট কোহলির জমজমাট লড়াই চলছে। কোহলি থেকে মাত্র ৩ রান পিছিয়ে ডি কক। কোনো হাফ সেঞ্চুরি নেই তার। করেছেন চারটি সেঞ্চুরি। এ পর্যন্ত বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরিয়ান তিনি।
সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর লড়াইয়ে রাচিন রাভিন্দ্র যে খুব একটা পিছিয়ে রয়েছেন তা নয়। ৫৬৫ রান করেছেন কিউই ব্যাটার। পাঁচ শতাধিক রান করা চতুর্থ ব্যাটার হচ্ছেন ভারতের রোহিত শর্মা। ৫০৩ রান করেছেন ভারত অধিনায়ক।
সবচেয়ে বেশি উইকেট শিকারের লড়াইয়ে সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। ২২ উইকেট তার। শ্রীলঙ্কার মাদুশাঙ্কা ২১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে। ১৮ উইকেট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার কোয়েতজে ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। মাদুশাঙ্কা ও আফ্রিদির অবশ্য উইকেট সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। তাদের দল বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। ফলে জাম্পা ও কোয়েতজের সঙ্গে লড়াইয়ে আসতে পারেন ভারতের জাসপ্রিত বুমরাহ (১৭), মোহাম্মদ সামি (১৬), রাভিন্দ্র জাদেজা (১৬), দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন (১৭) ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার (১৬)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।