নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। আগে ব্যাট করা নিউজিল্যান্ডের ২২৭ রানের জবাবে ব্যাট হাতে একেবারেই সুবিধা করতে পারেনি টাইগ্রেসরা। ৩৯.৫ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে তারা ১০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে।
বিশ্বকাপের এই আসরে ৩ ম্যাচ খেলে ১ জয়ের পর এটি বাঘিনীদের টানা দ্বিতীয় হার। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে প্রথম ধাক্কা দেন স্পিনার রাবেয়া খান। দলের ৩৫ রানের মাথায় তিনি জর্জিয়া প্লিমারকে ফেরান। একই ওভারে অভিজ্ঞ সুজি বেটসও (২৯ রান) রান আউট হয়ে ফিরে যান।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক সোফি ডেভিন (৬৩ রান) এবং ব্রুক হালিডে (৬৯ রান)। এই দুজনের জোড়া ফিফটিতে কিউই ইনিংস গতি পায়। ডেভিনকে ফেরান নিশিতা আক্তার নিশি, আর ব্রুককে ফেরান ফাহিমা খাতুন। শেষ দিকে টাইগ্রেস বোলারদের এলোমেলো বোলিং এবং ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে নিউজিল্যান্ড ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু পুঁজি গড়ে। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান শিকার করেন সর্বোচ্চ ৩টি উইকেট।
২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাট হাতে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। মাত্র ১৩ রানের মধ্যেই দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক (৪ রান) এবং শারমিন আক্তার সুপ্তা (৩ রান) বিদায় নেন। এরপর তিন নম্বরে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও (২৮ বলে ৪ রান) টেস্ট মেজাজে ব্যাটিং করে ব্যর্থ হন। ২২ রানের মাথায় চার নম্বরে নামা সোবহানা মোস্তারীও (২ রান) ফিরে যান। মাত্র ৩৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়।
এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একমাত্র লড়াই চালান ফাহিমা খাতুন। তিনি ৭৯ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেন। এছাড়া নাহিদা আক্তার ১৭ এবং রাবেয়া খান ২৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হয়ে জেস কের এবং লিয়া তাহুহু দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ৬ষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে, ৩ ম্যাচে ১ জয় নিয়ে বাংলাদেশের অবস্থান কিউইদের চেয়ে এক ধাপ উপরে ৫ম স্থানে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

